রমজানের আহবান

লিখেছেন লিখেছেন মাগফুরুল হক ২৬ জুন, ২০১৫, ০২:২১:২৩ রাত

মানুষ শিশু অবস্হায় জন্ম গ্রহন করে, কিছু দিন পর যুবক তার পর বৃদ্ধ,এর পর হঠাৎ দুনিয়া থেকে চলে যায়,,কেউ আবার শিশু অবস্হায় কেউ বা যুবক অবস্হায় ও চলে যায় পৃথিবী থেকে,এটাই নিয়ম, আজ পর্যন্ত কারো বেলায় এর বিপরীত ঘটেনি, ঘটবে ও না,,মানুষ দুনিয়াতে সফর করে, কোন সফরকারীর সফর যেমন তার মানযিল নয় বরং মানযিলে পৌছার রাস্তা মাত্র, ঠিক কোন মানুষেরই দুনিয়া তার জন্য মানযিল নয় বরং একটি সফর মাত্র যা অন্যত্র পৌছার রাস্তা মাত্র,,কোন সফরই মানযিল ছাড়া হয়না, যদি কেউ এমন সফর করে যার কোন মানযিল নেই তা হবে অনর্থক একটি সফর,তাই প্রত্যেক মানুষেরই উচিৎ নিজেকে প্রশ্ন করা যে আমার মানযিল কোথায়? আর এই প্রশ্নের সঠিক জবাব তিনিই দিতে পারবেন যিনি তাকে দুনিয়াতে পাঠিয়েছেন,তাই যারা এক আল্লাহ বিশ্বাসী তারা যদি আল্লাহ পাকের কাছে জানতে চায় তার নিজের মানযিল সম্পর্কে যে তাকে যে সফরে পাঠানো হয়েছে যা অতিক্রম করে মানযিলে পৌছবে, সে সফরের উদ্দেশ্য কি? জবাবে আল্লাহ পাক বলেন

وما خلقت الجن والانس الا ليعبدون.

আমি মানুষ এবং জ্বিন কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য,,ইবাদত বা বন্দেগী এমন শব্দ বাংলায় উপসনা ইত্যাদি শব্দের মাধ্যমে তার পরিপূর্ণ অর্থ আদায় করা সম্ভব নয়,, বর্তমানে চাকরী যে জিনিষটা আছে সেটাও এক ধরনের উপাসনা কিন্ত তা হচ্ছে একটির সীমার ভিতরে।মালিক যে কাজে থাকে নিয়োগ করেছে এর বাহিরে মালিকের অন্য কাজ করতে সে বাধ্য নয়,, যদি পূর্বের যুগে যাওয়া যায় দাস -দাসীর যে প্রথা ছিল যে মালিকের পরিপূর্ণ আনুগত্য করা বুঝে আসুক আর না আসুক,আদেশ পাওয়া মাত্রই কাজ করা এর পিছনে কারন কি জানতে না চাওয়া,, এর উপরে ও একটি স্তর আছে যা হল বন্দেগী বা ইবাদত,আল্লাহ পাক যে কাজেরই আদেশ করেছেন তা করা যা থেকে নিষেধ করেছেন তা না করা ,আর এ জন্যই মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে যাতে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবিক চলে দুনিয়ার সফরের সমাপ্তি ঘটাতে পারে,,,আর এই রমজান মাস হচ্ছে বাকী এগার মাস আল্লাহর হুকুম পালনের ট্রেনিং স্বরুপ, কারণ এই মাসে রোজা রাখার মাধ্যমে যে হুকুম পালন করা হয় তা অন্য হুকুম পালনের চেয়ে ভিন্ন,,আমরা এখন এই সম্মানিত মাস অতিক্রম করছি,,তাই সকলের জন্য উচিৎ এই মাসে অধিক হারে ইবাদতের প্রতি মনযোগী হওয়া, যাতে এই মাসের ইবাদতের দ্বারা পূর্ণ বছর ইবাদত করা সহজ হয়ে যায়,,আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফীক দান করুন,,আমীন।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327536
২৬ জুন ২০১৫ দুপুর ০২:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুব সুন্দরভাবে এবং সংক্ষিপ্তাকারে রমজানের আহ্বানের মাধ্যমে ইবাদাতের ব্যাখ্যাটা তুলে ধরার জন্য ধন্যবাদ। আরো করি লিখনী অব্যাহত রাখবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File