কিছু কথা
লিখেছেন লিখেছেন মাগফুরুল হক ০৮ জুলাই, ২০১৩, ০৭:২০:১৮ সন্ধ্যা
বর্তমান বিশ্বায়নের সর্বক্ষেত্র দখল করতে ছুটে চলেছে মানুষ…যার দরুন বিশ্ব আজ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সাগরের স্রোতের মত…তার সাথে তাল মিলিয়ে সমমনা বাঙালিরা ও খুব একটা পিছিয়ে নেই।যার দরুন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে…এই সর্বক্ষেত্রর সাথে তাল মিলাতে বাংলা ব্লগ এর প্রয়োজন অতুলনীয়…এর প্রয়োজন ভেবে বাংলা বাসীর সুবিধার্থে টু ডে ব্লগের প্থ চলা…ধন্যবাদ এরকম একটা জিনিষ দেওয়ার জন্য…সফল হোক তোমাদের আগ্রযাত্রা।উন্মোচিত হোক নতুন দিগন্ত।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন