টুডে পরিবারের প্রতি।
লিখেছেন লিখেছেন মাগফুরুল হক ০৬ জুলাই, ২০১৩, ১০:৪৪:০৩ রাত
ছোট বেলা থেকেই ছিলাম অনেকটা শান্ত ।চাচাত ভাই অনেক সময় মারত।আমি কিছু করতাম না।অনেক সময় চাচা চাচাত ভাই কে ধরতেন আর আমাকে বলতেন ওকে মারার জন্য।তার পর ও আমি চুপ করে বসে রইতাম…ধীরে ধীরে কিছুটা বড় হই ।মাদ্রাসায় যাই।তখনো ঠিক আগের মত। ক্লাস ৬… বাবার সাথে শহরে চলে আসি পড়ার জন্য…বাবা ছিলেন সেখানের শিক্ষ্ক তাই সবাই আদর করত…এখন বাবা নাই।আমিও কালের আবর্তনে অনেক হয়ে গেছি।আস্তে আস্তে ব্লগে আসলাম।আশা করি সবার সাথে আগামী দিন গুলো ভাল কাটবে।ঠিক ছোট বেলার মত।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন