ইসলাম ধর্মের অভ্যন্তরিন রক্তক্ষয়.......................

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১৮ আগস্ট, ২০১৩, ০৭:৫২:২৯ সকাল



ইসলাম ধর্মে অনৈক্য, হানাহানি এবং রক্তপাত চিরন্তন একটি বিষয়। খোলাফায়ে রাশেদিন আমলে আলী-আয়শা র উটের যুদ্ধে সে আমলেই দশ হাজার মুসলমানের রক্ত ঝড়েছে। এরপর সিফফিনের যুদ্ধ এবং কারবালা হত্যাযজ্ঞ। এরপর শুরু হয় মুসলমানদের রাজতান্ত্রিক খলিফা সিস্টেমের অধিনে গতানুগতিক মধ্যযূগীয় উপনোবেশিক শাসন। অন্যের দেশ দখল, হত্যা, ধ্বংস, ধর্ষন, দাস-দাসী-নারী, মদ্য এবং ভোগবিলাসের বাদশাহী শাসন। আর এখন এই ২১ শতকে চলছে সুইসাইড বোমাবাজি, পরস্পর বিরোধী শিয়া-সুন্নি-ওহাবি-সালাফি-সুন্নতি-আহম্মদি তন্ত্রমন্ত্র, হত্যা, সন্ত্রাস, স্বৈরশাসন, মার্শাল ল, রাজা-বাদশার সেচ্ছাচারিতা........................।

এতকিছুর পরও ইসলাম নাকি সর্বকালের শ্রেষ্ঠ জীবন বিধান!!!

বিষয়: বিবিধ

২২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File