দোয়া-মোনাজাতের সুফল...........................?

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১৭ আগস্ট, ২০১৩, ১০:০৩:১২ সকাল



সর্বনাসা যমুনার ভাংগন

আমাদের দেশে বহুলপ্রচারিত একটি রেওয়াজ হছ্ছে আল্লার দরবারে হাত তুলে দোয়া-মোনাজাত করা।

১। নামিদামি আলেম-ওলেমারা অসুস্থ হয়ে হাসপালে ভর্তি হলে তার সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া পড়া হয়। কিন্তু দোয়া-মোনাজাতে যে আদৌ রোগমুক্তি হয়না সে সত্যটি অনেকেই বুঝতে চায় না। শেষমেশ অবস্হা বেগতিক হলে রোগিকে নিয়ে বেদ্বিনের দেশ সিংগাপুর-মাদ্রাজ এ রওনা দেয়।

২। অতিবৃষ্টি, খরা, বন্যা, নদিভাংগন............ এসব প্রকৃতিক দুর্যগের সময় আমাদের দেশে মসজিদে-মসজিদে বিশেষ মোনাজাতের আয়জন করা হয়। কিন্তু দোয়া-মোনাজাতে দুর্যগ থেমে যায় এমন উদাহরন বাংলাদেশ তথা পৃথিবীর কোথাও নেই।

৩। সবচেয়ে মজাদার বিষয়টি হছ্ছে আমাদের মুসলমানরা প্রতিনিয়ত মুসলিম উম্মার ঐক্য, উন্নয়ন ও সম্মৃদ্ধির জন্য মোনাজাত করেন। কিন্তু দোয়া-মোনাজাত ছাড়াই চীন, জাপান, ভারত, ইউরোপ, আমেরিকা................ সহ পৃথিবীর অধিকাংশ অমুসলিম দেশ মুসলিমদের চেয়ে শতগুন উন্নত, সম্মৃদ্ধ ও শক্তিশালি।

বিষয়: বিবিধ

১৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File