মোল্লাদের ঘেউঘেউ- ঈদের কেনা কাটায় সবার পছন্দ "সানি লিওন".....
লিখেছেন লিখেছেন স্বাধীনতা ৩০ জুলাই, ২০১৩, ১২:৩৪:৪০ রাত
কোরানে হাফেজ কাট-মোল্লাদের ঘেউঘেউ সত্বেও কানাডিয়ান সুপার-ডুপার মডেল তারকা সানি লিওনের বলিউড জয় করে এবার বাংলাদের সুপার মার্কেট জয়। ঈদের কেনা কাটায় যে কোন দোকানে গেলেই দোকানিরা প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছেন সানি লিওনের সঙ্গে। পছন্দ বা দরদাম হলে কেউ সঙ্গে সঙ্গেই কিনে নিচ্ছেন এ তারকাকে।
বসুন্ধরা সিটিতে সানি লিওন এসেছেন ঠিকই, তবে স্ব-শরীরে নয়। আসন্ন ঈদ উপলক্ষ্যে দোকানিরা এনেছে বাহারি পোশাক। আর এবার নতুন মডেলের যে পোশাক এসেছে তার নাম ‘সানি লিওন স্টাইল’।
নাম শুনে তরুনীরাও একটু ভালো করে দেখে নিচ্ছেন পোশাকটা। পোশাকের দামও বেশ চড়া। তাতে কি, সানি লিওন বলে কথা, চড়া আর মানানসই না হলে কি হয়। বসুন্ধরা সিটি মার্কেটের এক দোকানী বলেন, এবার তরুনীদের পছন্দের প্রথম তালিকায় আছে এ সানি লিওন স্টাইল।
ঘাগড়া, মিনি স্কার্ট, থ্রি পিচ থেকে শুরু করে বেশ কিছু শাড়িও সানি লিওনের নাম করে বিক্রি হচ্ছে।
বিষয়: বিবিধ
২২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন