আমার যত কল্পনা বিলাস.....................।
লিখেছেন লিখেছেন স্বাধীনতা ২৮ জুলাই, ২০১৩, ১১:০৭:৪০ সকাল
কল্পনায় দিবা খোয়াব দেখতে আমার ভাল লাগে। উৎভ্রান্তের মত কি সব ছাইপাশ মাথায় চেপে বসে- যা মানুষ শুনলেও পাগল বলবে। আজ সকালেই মেয়ের বাবা অফিসের কাজে দক্ষিনে(এ্যামেরিকা) টুরে গেছে। সারা ঘরে আমি আর রোদেলা, আমার দুই বছরের মেয়ে। রোদেলা হওয়ার পর থেকে ব্যাংকের কাজ পার্ট-টাইমে মানিয়ে এনেছি। এমনিতেই অনেকটা অবসর- তারপর আজ আবার শনিবার, অবসরে ঠাসা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। দুপুরে বারান্দার কিছু ক্ষনের জন্য ইজি চেয়ারে হাত পা মেলে সটান মেরেছি , রোদেলা ঘুমোছ্ছে। বাড়ীর সামনেই সাইড-ওর্য়াকে ছেলে বয়সের মারাত্মক দুজন রোলার বোর্ড নিয়ে নানা কশরত করছে, আমি তা আধো চোখে দেখছি। মনের অজান্তে আমি যে কখন আমার উৎভ্রান্তির জগতে চলে গেছি তা আল্লা জানেন। ধুয়াসা খোয়াবে চোখ বুজে রইলাম। এরিমধ্যে, ছেলে বয়সের নেংটিপরা চার দশ্যু ময়ুরপংখি পালকিতে তুলে উলঙ্গ আমাকে বয়ে বেড়াছ্ছে। ওদের পেশি বহুল হাত, খোলা বুকের ছাতি, জেল দেয়া চুলের ক্রুকাট স্টাইল............... এসবের মাঝে আমি কখন যে কুচকে-মচকে মজে বিলিন হয়ে গেছি জানিনা। আর তখনই সেল ফোনের যন্ত্রনা, দিবা-খোয়াব ভেংগে গেল....................
বিষয়: বিবিধ
১৬৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন