বিজ্ঞানময় আল কোরান ..........................

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ২৮ জুলাই, ২০১৩, ০২:৪৩:২৫ রাত



আল কোরান ২১/৩৩: "তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।"

আল কোরান ৩৬/৪০ : [i]"সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সাঁতার কাটে।

আল কোরান ৩৯/৫ : [i] "তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।"


আল কোরান ৫৫/৫ : "সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।"

সত্যিই ভাবতে অবাক লাগে আজ থেকে ১৪০০ বছর আগের সেই বিজ্ঞানহীন যুগে আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ(সঃ) কি ভাবে আধুনিক বিজ্ঞানের এতসব খবর জানতেন?

রাতের পরে দিন-দিনের পরে রাত, চাঁন-সুরুয আকাশে সাঁতার কাটে, দিনের বেলা সুরুয- রাইতে বেলা চাঁন, চাঁন-সুরুজ হিসাবমত চলে, চাঁন-সুরুয একে অপরের নাগাল পায় না............. সৌর জগতের এতসব জটিল(!!) বিষয় কি সে সময় কোন সাধারন মানুষের পক্ষে জানা সম্ভব ছিল!!!!!!!!!!!!!!!

বিষয়: বিবিধ

২১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File