ইসলামের আলো, ঘরে ঘরে জ্বালো। খাইবার প্রদেশে পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ।

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ২০ জুলাই, ২০১৩, ১০:৩০:১৯ রাত



২১ শতকের পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থার গাইড লাইন ইসলাম ধর্ম বিধানের আলোকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান-সীমান্তবর্তী কারাক জেলায় পুরুষ নিকটাত্মীয় ছাড়া নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ করেছেন স্থানীয় উপজাতীয় ও ধর্মীয় নেতারা। সিদ্ধান্ত অনুযায়ী, সঙ্গে একজন পুরুষ নিকটাত্মীয় ছাড়া কোনো নারী জেলার কোনো বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবে না। খবর বিবিসি ও দ্যা ডন।

কোরান সূরা আল আহযাব, আয়াত ৩৩ (৩৩:৩৩)

"তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে—মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ্‌ ও তাঁর রসুলের আনুগত্য করবে...............।"

সহিহ মুসলিম, বই ৭ হাদিস ৩১০৫:

"আবু হুরায়রা বললেন: “রসুলুল্লাহ (সাঃ) বলেছেন যে নারী আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে কখনই তার মাহরাম ছাড়া এক দিনের ভ্রমণে যাবে না।”

মালিকের মুয়াত্তা, হাদিস ৫৪.১৪.৩৭:

"মালিক—সাইদ ইবনে আবি সাইদ আল মাকবুরি—আবু হুরায়রা থেকে। মালিক বললেন: আল্লাহ্‌র রসুল (সাঃ) বলেছেন: যে নারী আল্লাহ ও আখেরতে বিশ্বাস করে তার জন্যে তার পুরুষ মাহরাম ছাড়া একদিনের রাস্তা ভ্রমণ করা হালাল নয়।"



বিষয়: বিবিধ

১৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File