জনতার জাগরন, গণজাগরণ মঞ্চের মশাল মিছিল। গোআজমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি।

লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১৬ জুলাই, ২০১৩, ০২:২৬:৩৪ রাত



একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া ৯০ বছরের কারাদণ্ডাদেশের রায় প্রত্যাখ্যান করে এবং জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতাল প্রতিহত করার আহবান জানিয়ে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

সোমবার রাত সোয়া আটটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে মশাল মিছিলটি শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, হোটেল রুপসী বাংলা মোড় এবং বাংলামোটর মোড় প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগের গণজাগরণ মঞ্চে এসে শেষ হয়। এ সময় গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়কে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন মশাল মিছিলে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মশাল মিছিল থেকে গোলাম আযমের রায় প্রত্যাখ্যান এবং জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করে মঙ্গলবার গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File