মুসলমানরা তথ্য সন্ত্রাসের শিকার<<<<<
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ১৭ আগস্ট, ২০১৩, ০৬:৫৪:১৮ সন্ধ্যা
কারো মৃত্যু কামনা করা মহা পাপ । সে যেই হোক না কেন । ইসলাম এটা সমর্থন করে না । কিন্তু আজকে আমি মহান আল্লাহর দরবারে দুজন ব্যাক্তির মৃত্যু কামনা করছি ।
প্রথম ব্যাক্তি টা হচ্ছেন মিসরের সেনাবাহিনীর প্রধান সি সি নামের এক জারজ সন্তানের ।
আর দ্বিতীয় ব্যাক্তিটি হচ্ছেন সৌদি বাদশা । যে কিনা মুসলমান নামের কলঙ্ক । তার ধর্মীয় পরিচয় নিয়ে আমার সন্দেহ হচ্ছে ।
এই দুই মুসলিম নামের দুই নরপিশাচ একজন বিনা বিচারে মুসলিম ভাইদের কে হত্যা করে যাচ্ছে , অপর জন অর্থ , অস্ত্র এবং সমর্থন দিয়ে গন হত্যা করতে উৎসাহ দিয়ে যাচ্ছে ।
হে আল্লাহ ! হে পরোয়ার দিগার ! তুমি তোমার দ্বীন কায়েম করতে চাওয়াতে যারা তোমার দ্বীনের অনুসারীদের কে পাখির মতো গুলি করে মারছে , এবং যারা এ গনহত্যায় সমর্থন দিচ্ছে তুমি তোমার ঐশ্বরিক ক্ষমতা দ্বারা সেই জালিমদেরকে ধ্বংস করো । ধ্বংস করো । আমীন ।
এরপরও কিছু কথা থাকে যা কিনা না বললেই নয় --
আমি কিছুদিন বিভিন্ন দেশের পত্রিকাগুলো
অনলাইনে পড়ে এর হাতে নাতে প্রমাণ পেয়েছি,
যেমন-
"আজকের দিনের কথা বলি,.,,
গতকাল
"কম্বোডিয়ায়"
মাইন বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে,,
নিউজিলেন্ডে
ভয়াবহ ভূমিকম্পে অনেকে আহত,নিহত হয়েছে,
মধ্য আফ্রিকার খ্রিস্টান দেশগুলোর অবস্থা ভয়াবহ,
কারণ- সেখানে
প্রতিদিন সংঘর্ষ হচ্ছে,,
হতাহত হচ্ছে,,
মানুষ মারা যাচ্ছে
মিডিয়ার অবস্থা হল এই ,
যদি কোন
মুসলিম দেশে ১ জন আহত হয় ,
তাহলে তা সারা
বিশ্বে ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করবে, কিন্তু
কোনো পশ্চিমা,অমুসলিম দেশে "ভয়াবহ"
কিছু হলেও
তা এড়িয়ে যাবে,,
কিংবা
এই জন্য মুসলিমদের দায়ী করবে,
যেমন
লেবাননে গতকাল
গাড়ি বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হওয়ার
ঘটনাটিকে মাশাল্লাহ যেই ভাবে প্রচার হয়েছে ঠিক সেই ভাবে কম্বোডিয়ার মাইন বোমা বিস্ফোরণে ৬ জন মারা যাওয়ার
ঘটনাটি কে সেই ভাবে এড়িয়ে দেওয়া হয়েছে ,
ক্যারন
Lebanon=মুসলিম দেশ আর
কম্বোডিয়া=অমুসলিম দেশ
ইহুদি খ্রিস্টান মিডিয়া
এর ম্যাধ্যমে মানুষকে জানিয়ে দিতে চায় যে,
মুসলিম দেশ
মানেই সন্ত্রাস,রক্ত, গুলি আর
অমুসলিম দেশ মানে সো শান্তি,,,
বিষয়: বিবিধ
১৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন