যেমনটা করলো বাল লিগ
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ৩১ জুলাই, ২০১৩, ১০:০৪:২৩ রাত
এই মুহুর্তে নেপালের কাঠমুন্ডুতে কঠোর গোপনীয়তার মধ্যে জামায়াত নিষিদ্ধের এজেন্ডা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে বৈঠক চলছে। বৈঠক থেকে জামায়াত নিষিদ্ধের রায় রেডী করা হচ্ছে। আগামীকাল এই রায় ঘোষনার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সরকার অনুগত হাইকমান্ডের নেতৃত্বে জামায়াত-শিবিরের উপর শুরু হতে যাচ্ছে এই আমলের সর্বোচ্চ ক্রাকডাউন। গত কয়েকদিন যাবৎ তথ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সর্বত্র আলোচনা হতে থাকায় এব্যাপারে খোজ নিতে গিয়ে ভয়ংকর এই খবর কিছুক্ষন আগে হাতে এসেছে।
এদিকে জামায়াত-শিবির যেমন অঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে কোন উন্মুক্ত প্রোগ্রাম করতে পারছে না তেমনি এই রমজানের মাঝে অন্যান্য ইসলামী দলের ঘোষিত প্রোগ্রামসমুহও পুলিশ-প্রশাসন করতে দিচ্ছে না। এমনকি ইফতারের প্লেট থেকেও উঠিয়ে দেয়ার নজির সৃষ্টি করেছে এই ফ্যাসীবাদী সরকার। সাঈদী সাহেবের রায় পরবর্তী গণহত্যা ও হেফাযতের উপর চালানো গণহত্যাকে সফলতা ধরে একের পর এক গুম-খুনের পথে হাটছে সরকার। এরই ধারাবাহিকতায় সপ্তাহের শেষের দিনে জামায়াত নিষিদ্ধের রায় দেয়া সকল প্রস্ততি সম্পন্ন করেছে সরকার।
এই অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ ও আত্নত্যাগের জন্য প্রস্তুত হচ্ছে দেশবাসী।
এই মুহুর্তে নেপালের কাঠমুন্ডুতে কঠোর গোপনীয়তার মধ্যে জামায়াত নিষিদ্ধের এজেন্ডা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে বৈঠক চলছে। বৈঠক থেকে জামায়াত নিষিদ্ধের রায় রেডী করা হচ্ছে। আগামীকাল এই রায় ঘোষনার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সরকার অনুগত হাইকমান্ডের নেতৃত্বে জামায়াত-শিবিরের উপর শুরু হতে যাচ্ছে এই আমলের সর্বোচ্চ ক্রাকডাউন। গত কয়েকদিন যাবৎ তথ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সর্বত্র আলোচনা হতে থাকায় এব্যাপারে খোজ নিতে গিয়ে ভয়ংকর এই খবর কিছুক্ষন আগে হাতে এসেছে।
এদিকে জামায়াত-শিবির যেমন অঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে কোন উন্মুক্ত প্রোগ্রাম করতে পারছে না তেমনি এই রমজানের মাঝে অন্যান্য ইসলামী দলের ঘোষিত প্রোগ্রামসমুহও পুলিশ-প্রশাসন করতে দিচ্ছে না। এমনকি ইফতারের প্লেট থেকেও উঠিয়ে দেয়ার নজির সৃষ্টি করেছে এই ফ্যাসীবাদী সরকার। সাঈদী সাহেবের রায় পরবর্তী গণহত্যা ও হেফাযতের উপর চালানো গণহত্যাকে সফলতা ধরে একের পর এক গুম-খুনের পথে হাটছে সরকার। এরই ধারাবাহিকতায় সপ্তাহের শেষের দিনে জামায়াত নিষিদ্ধের রায় দেয়া সকল প্রস্ততি সম্পন্ন করেছে সরকার।
এই অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ ও আত্নত্যাগের জন্য প্রস্তুত হচ্ছে দেশবাসী।
দুর্লভ চিত্র !!!
জাতীয় সংসদে হাসিনা ফুপ্পি , সালাউদ্দিন কাক্কু , নিজামি নানা।
হাসছে পেছনে তোফায়েল কাক্কু আর সাজেদা ফুপ্পি
আহা, আওয়ামী বংশের সেই পুরানা দিন !
সে কি ভোলা যায় !
ছবিটি দেখে মনে পরে গেল সেই বিখ্যাত গানটি...
পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সেই, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়?
আয় আরেকটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা, সুখের দুখের কথা কবো প্রাণ জুড়াবে তাই
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলাম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়…
-সংগ্রহ
বিষয়: বিবিধ
১৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন