বিজ্ঞান কি বলে দেখি !! Tongue

লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ২৫ জুলাই, ২০১৩, ০৮:০৯:০৮ রাত

বানর থেকেই যে মানুষের উৎপত্তি হয়েছে , এ কথাটা আজকে আমি প্রমান করে দেব !

বানর থেকেই মানুষের উৎপত্তি , এ মতবাদটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত প্রানী বিজ্ঞানী চার্লস ডারউইন । এ মতবাদটি অনেকেই বিশ্বাস করতে চায় না । , এই সত্য কথাটা কেন মানুষ বিশ্বাস করতে চায় না আমার মাথায় ঢোকে না । আচ্ছা , আপনারা মহীউদ্দীন খান আলমগীর , সুরঞ্জিত সেন গুপ্ত , হাসানুল হক ইনু , কিংবা শেখ হাসিনার চেহাড়া কখনো দেখেছেন ? তাদের কার্যকলাপ কখনো দেখেছেন ? যদি দেখে থাকেন , তাহলে কেন বিশ্বাস হবে না তাদের .পূর্বপুরুষেরা বানর ছিল না ? তাদের আচার আচরন , কথাকথাবার্তা সবই তো ঐ বিখ্যাত গেছো প্রাণীটার মতো ! তাদের চেহাড়া দেখলেই তো বোঝা যায় তারা মনুষ্য গোত্রের নাকি বানর গোত্রের ! তাদের পেছনে একটা লেজ নেই আর বানরের পেছনে একটা লেজ আছে ! পার্থক্য শুধু এটুকুই । বিজ্ঞানী ডারউইন এর তত্ব অনুসারে তাদের লেজটা খসে পড়েছে বলেই আমরা এই বানর গুলোকে মানুষ ভেবে ভূল করছি !

চোখ বুজে একবার কল্পনা করুন তো মখা, ইনু, এরা এক ডাল থেকে অন্য ডালো ঝুলে ঝুলে , লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ! কিংবা এরা চিড়িয়াচিড়িয়াখানার খাচায় বন্দী ! সবাই এদেরকে বাদাম ছুড়ে দিচ্ছে ! এরা মনের আনন্দে খাচ্ছে ! বানরের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে তাই না ! কি প্রমান পেয়েছেন ! বানর থেকেই মানুষের উৎপত্তি ! :D/ :D/ :D/

বিষয়: রাজনীতি

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File