আজ জানতে চায় D'oh

লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ২৪ জুলাই, ২০১৩, ০১:২১:৪১ দুপুর

শেখ মুজিবের ৭ মার্চের আসল ভাষনটা কেউ শুনেছেন ? আমার ধারনা এই প্রজন্মের বেশীর ভাগ মানুষই প্রকৃত ভাষনটা শুনেন নাই । প্রকৃত ভাষনের অনেক গুরুত্বপূর্ণ অংশ কেটে দেওয়া হয়েছে । এখন ২৬ মার্চ যে ভাষনটা আওয়ামী লীগের লোকেরা ঘাটে পথে বাজিয়ে থাকে তা অনেক কাট ছাট করা । এই ভাষনটার অনেক অংশ বাদ দিয়ে দেওয়ার প্রধান কারন হচ্ছে ইজ্জত বাচানো । কারন এই ভাষনের অনেক অংশে শেখ মুজিব এমন সব কথা বলেছেন যা স্বাধীন বাংলাদেশ বিরোধী । তিনি ভাষনের অনেক অংশে অখন্ড পাকিস্তানের কথা বলেছেন । তিনি তার ভাষনে যতবার জয় বাংলা বলেছেন, ঠিক ততবারই জয় পাকিস্তান উচ্চারন করেছেন । কারন শেখ মুজিব নিজেও স্বাধীন বাংলাদেশের বিরোধী ও অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ যতই মুজিবকে স্বাধীনতার স্থপতি বলুক না কেন , ইতিহাস স্বাক্ষী , মুজিব অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন ।

প্রতারনা জিনিষটা হাসিনা খুব ভাল জানেন । তাই তিনি তার বাপের ভাষনটার বেশীর ভাগ লাইন কেটে দিয়ে বাংলাদেশ পন্থী লাইন গুলো আমাদের কানের কাছে যুগের পর যুগ ধরে বাজিয়ে আমাদের সাথে প্রতারনা করে যাচ্ছে । পাকিস্তানের পক্ষে কথা বলা যদি দেশ দ্রোহীতা হয়, তাহলে শেখ মুজিব হচ্ছে সবচাইতে বড় দেশ দ্রোহী । কারন তিনি তখন একজন নিতী নির্ধারক পর্যায়ের নেতা ছিলেন । যার বাপ নিজেই একজন পাকিস্তান পন্থী রাজাকার ছিল , সে কিভাবে রাজাকার দের বিচার করতে আসে ? জাতি আজ জানতে চায় ।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File