কথার মারপ্যাঁচে আওয়ামীলীগ
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ২১ জুলাই, ২০১৩, ১০:২৪:১৩ সকাল
আগের কথা মনে পড়ে গেল. আবুল মাল সাহেব হলমার্কের সারে চার হাজার কুটি টাকা কোন কিছুই না এটা বলে তিনি যেই বিতর্ক সৃষ্টি করেছিলেন. ঠিক একদিন পর নিজের কথায় নিজেই আবার মার খেলেন. সাংবাদিকরা তাকে প্রস্ন করেছিলেন হলমার্ক সম্পর্কে কিছু বলেন তিনি সরাসরি বলে দিলেন আমাকে কথা বলার জন্য উপর থেকে নিসেদ করেছে..... দেখুন আবালের কি কাম তোকে নিসেদ করছে কথা বলার জন্য তুই এটা সাংবাদিককে বলতি গেলি কেন? কথার মারপ্যাঁচে নিজেই অসম্মানি হইলি...
এবার শুনুন কথার মারপ্যাঁচের কৌতুক... এক নববধূর বাচ্ছা হয়ে মারা গেছে. ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে তা জানালো. মেয়ের বাবা এসে দেখে ছেলের বাবা কান্না কাটি করতেছে. মেয়ের বাবা এসেই ছেলের বাবাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলছে জানেন বেয়াই সাহেব আমার মেয়ের কপাল অকেন খারাপ বিয়ের আগে যেই বাচ্চাটা হয়েছিল সেটাও মারা গেছে আর এখন বিয়ের পর যেইটা হয়েছে সেইটাও মারা গেছে.. ছেলের বাবা এই কথা সুনে পুরাই মখা
এই ভাবেই লীগের সবাই কথার মারপ্যাঁচে জনগনের কাছে ধরা খাচ্ছে..
এখন আপনারা বলুন মেয়ের বাবা আর মালের মদ্ধে কোন পার্থক্য পেয়েছেন?
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন