শেখ মুজিব ধামাকা !!!!
লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ২০ জুলাই, ২০১৩, ০৬:২২:২৯ সন্ধ্যা
৭ মার্চের ভাষন দেওয়া ছাড়া মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান দেখানতো ? পারবেন ? পারবেন না ! কারন শেখ মুজিব ৭ মার্চের সেই ভাষনটা দেওয়া ছাড়া আর কিছুই করেন নি । তার বদলে দলে তখন অন্যকেউ থাকলে সেই ভাষনটা সেই দিত । মুক্তিযুদ্ধে মুজিব কি করেছে ? সে কি স্বাধীনতার ঘোষণা দিয়েছে ? ওটাতো দিয়েছেন শহীদ জিয়া । মুজিব কি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ? উত্তর না । নেতৃত্ব দিয়েছেন এম এ জি ওসমানী ও সেক্টর কমান্ডার গন। মুজিব কি সামনাসামনি মুক্তিযুদ্ধ করেছে ? উত্তর না । যুদ্ধ করেছে সাধারন মুক্তিযোদ্ধারা । তাহলে মুজিব কি করেছে ? মুজিব কি করেছে জানেন ? সে কাপুরুষের মতো পাকিস্তানের সামরিক জান্তাদের কাছে ইচ্ছাকৃত ভাবে বন্দী হয়ে পাকিস্তান গিয়ে বিলাসী জীবনযাপন করেছে । এদিকে মানুষ মুক্তিযুদ্ধে অকাতরে প্রান দিয়েছে । দীর্ঘ নয় মাস সে পাকিস্তানে বসে দুধ , কলা , রুটি, মাংস খেয়েছে । দেশ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এটা মুজিব জানতোই না । তাকে যখন বলা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে , সে এটাকে তামাশা মনে করে বিশ্বাসই করতে চায়নি। পরে তাকে অনেক কষ্টে বিশ্বাস করানো হয় । যে মানুষটা জানতোই না যে দেশ স্বাধীন হয়েছে , তাকে এখন স্বাধীনতার পুরো কৃতিত্ব জোর করে দেওয়া হচ্ছে ! এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে ! এদেশে মুজিবের প্রধান অবদান কি জানেন? তার প্রধান অবদান হচ্ছে বাকশাল কায়েম করা । মুজিব কেন বাকশাল কায়েম করতে পেরেছিল জানেন? কারন সে মুক্তিযুদ্ধ চোখে দেখেনি। এদেশের স্বাধীনতা অর্জনের পথে এদেশের মানুষ কিভাবে অকাতরে প্রান বিসর্জন দিয়েছিল তা তিনি দেখেন নি । এজন্যই তিনি বাংলাদেশটাকে নিজের সম্পত্তি ভেবে ক্ষমতাটাকে আজীবন কুক্ষীগত করে রাখতে চেয়েছিলেন । এদেশের মানুষ তা করতে দেয়নি।
এখন কথা হচ্ছে, যে মানুষটা একটা ভাষন দেওয়া ছাড়া কিছুই করেনি , তাকে স্বাধীনতার পুরো কৃতিত্ব কেন দেয়া হবে ? এক ভাষন আজীবন ধরে বাজিয়ে তাকে আর কতকাল জাতির পিতা বলা হবে ? জাতি গঠনে , জাতি উদ্ধারে যার কোন অবদানই নেই তাকে কেন জাতির পিতা বলতে হবে ? বাংলাদেশকে ধ্বংস করতে যে ব্যাক্তি জঘন্য ভাবে বাকশাল কায়েম করলো , তাকে কেন বঙ্গবন্ধু বলতে হবে ?
সময় এসেছে এখন প্রকৃত ইতিহাস জেনে এসব অপপ্রচার বন্ধ করার ।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন