পীরের পীরগিরি আর টিকবে বলে মনে হচ্ছে না Rolling on the Floor

লিখেছেন লিখেছেন রাজনৈতিক ভূতুড়ে ডাইরি ০৪ জুলাই, ২০১৩, ০৫:০৭:১২ বিকাল

এরশাদ হচ্ছে স্বৈরাচারের নায়ক।

হাসিনা হচ্ছে স্বৈরাচারের ধারক ও বাহক।

কাজেই একে অপরের সম্পূরক। At Wits' End

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এরশাদ কোন ফেক্টর না বিএনপির জন্য।

এরশাদ এর কিছু ভোট শুধু এরশাদ নগর এ আছে। এতো চিন্তিত হওয়ার কিছুই নেই !আসলে এরশাদ চাচার নিজের ভিতরেই ঠিক নাই। কালকেই আবার বলবেন আমি মান্নানকে সমর্থন দিতেছি। সো গাইজ, ইনারে নিয়ে চিন্তা বাদ দেন। ইনার ডিগবাজির কারনে জাপার ভোট গুলা আর জাপার থাকবেনা, আওয়ামী লীগ অথবা বিএনপির হয়ে যাবে। নির্বাচনের প্রচারণাতে মনোনিবেষ করেন। সরকার মনোবল ভেঙ্গে দেয়ার অনেক চেষ্টাই করবে। তার মধ্যে এরশাদ চাচার পল্টিবাজিও অন্তর্ভূক্ত।তবে হা, এরশাদ চাচার দিন শেষ হয়ে আসতেছে। বিএনপি ক্ষমতায় আসলে উনি জেলের বাইরে থাকবেন, এটা ভুলে যেতে পারেন উনি। ইনশাআল্লাহ

বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনবে ১৮ দলীয় ঐক্যজোট।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অধ্যাপক এম এ মান্নানের বিজয়ের রব সমগ্র বাংলার আকাশে বাতাসে। Unluckyবরিশার, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পর আওয়ামী লীগের কানে পানি ঢুকেছে, ঘুমও ভেঙেছে। সেজন্য গাজীপুরে জয়লাভের জন্য পুরো দল যেভাবে কোমর বেঁধে, আদাজল খেয়ে মাঠে নেমেছে, তাতে কেউ-কেউ বলছেন, এই জেগে ওঠাটা আরও কিছুদিন আগে হলে ভালো হত। শেষ সময়ের জাগরণে কতটা ফল পাওয়া যাবে, এ নিয়ে সংশয় আছে অনেকের মনেই।

এতদিন মনে করা হত, শেখ হাসিনার নির্দেশ অমান্য করার ক্ষমতা আওয়ামী লীগে কারও নেই। এখন আশঙ্কা হচ্ছে, শেখ হাসিনা চাইলেও হয়তো আর দলের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। তার নির্দেশ উপেক্ষা করা বা অমান্য করার মতো অনেক ‘কুতুব’ দলের মধ্যে তৈরি হয়ে গেছে।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগে যে-সব ব্যাধি দেখা দিয়েছে, তার জন্য প্রয়োজন শল্য চিকিৎসা, টোটকা চিকিৎসায় ফল পাওয়া যাবে না

শরীরের কোনও অংশে গুরুতর ব্যাধি দেখা দিলে জীবনরক্ষার স্বার্থে চিকিৎসকেরা সে অংশ কেটে ফেলার পরামর্শ দিয়ে থাকেন। যেখানে শল্য চিকিৎসার প্রয়োজন, সেখানে ওপরে মলম মাখিয়ে নিরাময় পাওয়া যায় না।

বিষয়: বিবিধ

৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File