যদি এমন হত....।

লিখেছেন লিখেছেন সাম্প্রদায়িক ২১ জুলাই, ২০১৩, ০২:৪৭:২১ দুপুর

একটি জরুরী সার্জারির জন্য তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল...সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেলো...হাসপাতাল ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য..

এরপর সার্জারির ব্লক এ গিয়ে সে দেখল

রোগীর ( একটি ছোট্ট ছেলে ) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায় , ডাক্তার কে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠল-

আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু

আছে আপনার? আপনি জানেন আমার

ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ?

ডাক্তার বলল- " আমি দুঃখিত, আমি হাসপাতাল এ

ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই

খানিক দেরি হল, এখন আপনি যদি একটু শান্ত

হন, তবে আমি আমার কাজ টা শুরু করি?

লোকটি এবার যেন আরও রেগে গেলো,

ঝাঁঝাঁলো স্বরে বলল- " ঠাণ্ডা হব?

আপনার সন্তান যদি আজ এখানে থাকতো? আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন??

ডাক্তার আবার হাসলেন আর বললেন " আমি বলব পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের

সৃষ্টি আর মাটিতেই আমরা মিসে যাব!

ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না...

আপনি আপনার সন্তান এর জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব...

লোকটি পুনরায় রাগত স্বরে বলল-

অন্যকে উপদেশ দেয়া খুবই সহজ...আপনার এমন পরিস্থিথী হলে বুঝতেন...

এরপর ডাক্তার সার্জারির রুম এ চলে গেলো, ২

ঘণ্টার মত লাগলো , শেষে ডাক্তার

হাসি মুখে বের হয়ে এলেন, "আলহামদুলিল্লাহ অপারেশন সফল" এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন- আপনার কোন প্রশ্ন থাকলে নার্স কে জিজ্ঞেস করুন,

বলে তিনি চলে গেলেন...

এরপর লোকটি নার্স কে বললেন-

এই ডাক্তার এত নিষ্টুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না...আমি ওনাকে আমার সন্তান এর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম...!

তখন নার্স জানালেন-

ডাক্তার এর ছেলে আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ, তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন , এখন

আবার দৌড়ে চলে গেলেন- কবর দিতে..!

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File