সেহরী খাওয়ার মধ্যে সওয়াব ও বরকত রয়েছে।

লিখেছেন লিখেছেন স্বাধীন দেশের স্বাধীনতা কই ১৪ জুলাই, ২০১৩, ১১:৫৩:৩২ সকাল

হযরত আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : তোমরা সেহরী খেয়ে রোজা রাখো। কারণ, সেহরী খাওয়ার মধ্যে সওয়াব ও বরকত রয়েছে (বুখারী ও মুসলিম)

মুসলমান ও আহলে কিতাবদের রোজার পার্থক্য হলো সেহরী খাওয়া। হযরত আমর বিন আনাস (রাঃ) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : আমাদের রোজা ও আহলে কিতাবদের অর্থাৎ (ইহুদী নাসারাদের) রোজার মধ্যে পার্থক্য হল সেহরী খাওয়া। (মুসলিম)

প্রাসঙ্গিক আলোচনা : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেহরী খাওয়াকে সুন্নাত এবং বিলম্বে সেহরী গ্রহণ করাকে মুস্তাহাব বলেছেন। ঘুম থেকে জাগ্রত হতে না পারা কিংবা অন্য কোনো কারণে কেউ যদি সেহরী খেতে না পারে তাহলে তাকে সেহরী না খেয়েই রোজা রাখতে হবে। কোনো কারণে সেহরী খেতে না পারলেও রোজার পূর্ণ সওয়াব পাওয়া যাবে। সেহরী খেতে না পারার কারণে রোজা ছেড়ে দেয়া মারাত্মক গুনাহের কাজ।

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File