প্রজন্মের প্রশ্ন........।

লিখেছেন লিখেছেন অসহায় মুসাফির ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৯:৩৫ রাত

ঘন কালো মেঘের আবরণে আবৃত প্রিয় ভূমি বাংলাদেশ।শকুন ও নেকড়ের ধারালো থাবায় ক্ষত বিক্ষত রূপসী বাংলার আনিন্দ্য সুন্দর । দূর্ণীতি, স্বজন প্রীতি ও জাতীয় নৈতিকতার অধঃপথনের কাল বৈশাখী ঝড়ে নুয়ে পড়েছে দেশ প্রেমীকের চারা গাছ। রাজনীতির ভণ্ডামিতে কুয়াশাচ্ছন্ন জাতীয় উন্নতি। হতাশার কালো চাদরে আবৃত যুব সমাজ। লাখো শহীদের খুনের উর্বর ভূমি আজ বিশ্বাসঘাতকতার খড়া তাপে হাহাকার করছে। রফিক, সালাম ও বরকতের রক্তের সাথে উপহাস করছে অপসংস্কৃতি ও পাশের দাদাদের উলঙ্গ সংস্কৃতি। ৭১এর বীর ও বীরংগনার রক্ত নদীর বুক ছিড়ে নিষ্ঠুরভাবে এগিয়ে চলছে অনিয়ম ও অত্যাচারের নিশানা যুক্ত সার্থপরতার দূষিত জাহাজ। দারিদ্রের আগাছায় ডাকা পড়েছে লাখো মানুষের প্রাণ। ডাষ্টবিনের নোংরা খাবারে জীবন তরী টেনে চলছে কোন এক শহীদের বংশধর। অভিশপ্ত দলীয়করনের দূষিত ধোয়ায় হারিয়ে যাচ্ছে এই বাংলার অজানা শত শত বীর সন্তান।হাজারো প্রশ্নে ঝর্জরিত প্রজন্মের হৃদয়। এই ভাবেই কি শহীদি খুনের ঋণ মোচন হবে? এমনিভাবেই কি তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন লালিত হবে? বিশ্বাসঘাতকের বীজগুলোয় কি এই বাংলার প্রশাধন করবে? জারযদের হিংস্র থাবায় কি দেশ প্রেমের চারাটি অংকুরে বিনষ্ট হবে? কখন প্রস্ফুটিত হবে বাংলা মায়ের সুভ্র পাপড়ি? দেশ প্রেমিকের গর্জনে কখন প্রকম্পিত হবে অত্যাচারীর রাজত্য? বিশ্বাস করি খুব শীগ্রি হুংকার ছাড়বে লখো শহীদের লাঞ্চিত আত্না......খুব শীগ্রি ক্ষেপে উঠবে অত্যাচারীর রাজত্য, শহীদি খুন স্ফুলিঙ্গের ন্যায় বিশ্বাস ঘাতকদের সব বাঁধা-বন্ধন নিশ্চিহ্ন করে পবিত্র আত্নার সাথে উপহাসের বদলা নিবে।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267045
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:০৮
চেয়ারম্যান লিখেছেন : হুম
ইনশাল্লাহ
267298
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৮
অসহায় মুসাফির লিখেছেন : হুম্
269957
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ! বদলা নিবেই নিবে ।
269973
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৫
অসহায় মুসাফির লিখেছেন : হাম আফরা আপু,সে আশায় সময়ের প্রবাহে ঘাপটি মেরে বসে আছি।
271254
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সবাই ভাবে- হবে- হবে
একটা কিছু হবেই হবে
এসব মেকি- কথার কথা
কেউ জানে না- সেটা কবে



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ


অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying

271258
০৪ অক্টোবর ২০১৪ রাত ০২:২৯
অসহায় মুসাফির লিখেছেন : ওয়ালাইকুমুসসালামওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..শিশিরের আলতো ছোয়ায় প্রকৃতি যেমন নবরুপ লাভ করে তেমনি এই দেশে কোনো এক ভোরের সূর্যদয় ইসলামি রেনেসাঁর প্লাবনে নভরূপ লাভ করবে।
আপনাকেও অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File