আজ ২৫ মার্চ, মুজিব-ইয়াহিয়া আঁতাত ও গনহত্যার ভয়াল কালো রাত......
লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ২৫ মার্চ, ২০১৫, ১০:০৯:৪২ রাত
আজ ২৫ মার্চ, স্মৃতিতে এক ভয়াল কালো রাত।
১৯৭১ সালের এই রাতে পাকি গনহত্যাকারী ইয়াহিয়া খান আর ইন্দিরার দালাল আগরতলা ষড়যন্ত্রকারী শেখ মুজিবের মধ্যে গোপন আঁতাতের ভিত্তিতে সারাদেশে পাক বাহিনী বর্বর গনহত্যা-ধর্ষণ শুরু করে।
মুজিব-ইয়াহিয়া আঁতাতের শর্তানুসারে ২৫ মার্চ গভীর রাতে পাক সেনাবাহিনী শেখ মুজিবকে গ্রেফতারের নাটক সাজিয়ে পাকিস্তানে নিয়ে যায়, আর মুজিবের পরিবারকে সেনাবাহিনী পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে মাসে ১,৫০০ টাকা করে (বর্তমানে যার মূল্যমান কমপক্ষে দেড় লাখ টাকা) ভাতা প্রদান করতে থাকে।
কিন্তু কেন.....???
সচেতন মানুষ নিজেকে প্রশ্ন করুন, যে বর্বর সেনাবাহিনী ঘুমন্ত মানুষের উপর গুলি চালিয়েছে, নিরীহ নারীদের ধরে নিয়ে ধর্ষণ করে যৌনাঙ্গে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, তারা শেখ মুজিবের পরিবারের প্রতি কেন এতো সহানুভূতি দেখিয়েছে....??
কেন তারা মুজিবের সন্তানদের হত্যা করেনি...?
কেন মুজিবের মেয়েদের ধর্ষণ করেনি....???
বুদ্ধিমান মানুষ মাত্রই আপন মনে উত্তর পেয়ে যাবেন।
যাই হোক, আজ রাতে আওয়ামী লীগ ও তাদের পা চাটা মিডিয়া ফলাও করে প্রচার করবে শেখ মুজিব ছিল স্বাধীনতার ঘোষক, সে ২৫ মার্চ গ্রেফতারের পূর্বে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ব্লা ব্লা ব্লা........!!!
কিন্তু, সত্যিই কি মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল....???
যদি দিয়ে থাকে, তবে তা বাংলার মানুষ শুনতে পারলো না কেন...???
কিভাবে সেই ঘোষণা আমেরিকার মানুষের কানে গেলো....???
দেখুন, প্রমান কি বলে.....??? ২৬ মার্চ দেশে-বিদেশে প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম দেখুন......!!!
#ইত্তেফাকঃএ “গনহত্যা বন্ধ করো, ২৭ মার্চ সারাদেশে সর্বাত্মক ধর্মঘট....”
#Peoples View: Mujib Calls For General Strikes Tomorrow. (মুজিব আগামীকাল সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে)।
#পত্রিকাটির নাম জানা নেইঃ E.Pakistan Cut Off From World As Heavy Fighting Rocks Cities; Sheikh Mujib Goes Underground. (শেষের লাইনঃ শেখ মুজিব আত্মগোপনে চলে গেছেন)
আর ঠিক সেই মুহূর্তেূ, যখন দলে দলে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে যাচ্ছিল, তখন একদল সিপাহীকে সাথে নিয়ে পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ ঘোষণা করে বেড়িয়ে এলেন নির্ভীক, দুঃসাহসী এক সৈনিক মেজর জিয়াউর রহমান।
যখন, চট্টগ্রাম রেডিও সেন্টারের আশেপাাশে আওয়ামী লীগের একটি কুকুরকেও খুঁজে পাওয়া যায়নি, ঠিক তখন ই নির্ভীক এই মানুষটি উদভ্রান্ত, দিগ্বিদিক জ্ঞানশূণ্য এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের কন্ঠে উচ্চারন করলেন সেই মহান স্বাধীনতার ঘোষণা, “আমি মেজর জিয়া বলছি...”।
যে ঘোষণা শুনেই আমজনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।
সেদিনের সেই ইতিহাস আপনি আজ খুঁজে পাবেন না কোথাও। কারন মেজর জিয়া কে স্বাধীনতার ঘোষক বলা তো আইনতঃ দন্ডনীয় অপরাধ।
স্বীকার করুক আর না ই করুক, ৭১ এর গনহত্যায় শেখ মুজিবের অবদানের শাস্তি আল্লাহর পক্ষ থেকে সে ১৫ আগস্ট’৭৫ এ পেয়ে গেছে।
এবার দেখার পালা তার ই সুযোগ্য কন্যা, বাংলার শ্রেষ্ঠ গনহত্যাকারী হাসিনার পরিনাম কি হয় এবং কখন ও কিভাবে হয়.......।।
বিষয়: বিবিধ
৩৬৯৪ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সে আশা পূরণ বোধহয় সুদূর পরাহত।
কথাটি একেবারে ফেলে দেওয়ার মত নয়। আমার কাছে ভালোই লেগেছে। ধন্যবাদ।
কিন্তু যে কারনেই শুরু হোক না কেন, ২৫ মার্চের ঘটনায় বিষ্ময়ে পথহারা জাতিকে পথ দেখিয়েছেন যে কজন তাদের মধ্যে জিয়ার অবদান ই সবচেয়ে বেশি। অথচ আজ ক্রেডিট নিচ্ছে চক্রান্তকারীরা...।।
এই ভয়ে ই কি ইদানিং টুডে ব্লগে ভাল লেখকের আনাগোনা কমে গেছে....?
মন্তব্য করার জন্য ব্লগার নেই!!! মন্তব্য প্রতিমন্তব্য ছাড়া লেখার কি দাম আছে বলুন।
কষ্ট করে লিখে লাভ কি যদি পড়ার মত পাঠক না থাকে?
আপনাকেও দেখিনা অন্য ব্লগারের লেখায় মন্তব্য করতে.,...! ভালো ব্লগার তৈরী করতে হলে ব্লগে সময় দিতে হবে। মন্তব্য করতে হবে
ইনশা আল্লাহ, আরো বেশি সময় দেয়ার চেষ্টা করবো।
মন্তব্য কারিরা কিন্তু ব্লগার কথাটি মনে রাখতে হবে!! আপনি ১ বছর ৮ মাস ব্লগিংয়ে মাত্র শুধু মাত্র কেবল মাত্র ৫টি মন্তব্য করেছেন!!!
পরিসংখ্যান দেখে মৌমাছিও লজ্জা পাবে।
ধন্যবাদ।
শেয়ার করাতে কি কোন উপকার হয়না বলে আপনি মনে করেন...?
আমার হাতে সময় খুব ই কম থাকে। যখন সময় পাই কেবল তখর ই একটা লেখা দেয়ার চেষ্টা করি
আদালত মানে তো শেখ হাসিনার পেটিকোট, ওইটা অবমাননা আবার ক্যাম্নে করলাম...?
মন্তব্য করতে লগইন করুন