জয় মা রেন্ডিয়া..... “ভারতের অর্ধেক মানুষ খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগ করে..”

লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ২১ নভেম্বর, ২০১৩, ১১:১৪:১৮ রাত



জয় মা রেন্ডিয়া.....

“ভারতে অর্ধেক মানুষ খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগ করে, এমনকি তারা এখানে ওখানে মূত্রত্যাগ করলে লজ্জাবোধও করে না...”

(সুত্রঃ বিশ্বব্যাংক; নিউজঃ নিউজ ইভেন্ট ২৪.কম)

গত ১৯ নভেম্বর ‘বিশ্ব টয়লেট দিবস’ এ বিশ্বব্যাংক বলেছে, ১২১ কোটি জনসংখ্যার দেশ ভারতে অর্ধেকেরও বেশি মানুষ টয়লেট ব্যবহার করে না। তাদের বেশিরভাগ মল বা মূত্রত্যাগের কাজ সারে খোলা আকাশের নিচে। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি বাংলার ‘প্রবাহ’ অনুষ্ঠানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

পৃথিবীতে বর্তমানে আড়াইশ’ কোটিরও বেশি মানুষের কোনো শৌচাগার নেই। তার মধ্যে একশ’ কোটির বেশি মানুষকে মলত্যাগ করতে হয় চার দেয়ালের বাইরে। তাদের মধ্যে ৬০ কোটিরও বেশি ভারতে।

তবে গবেষকরা বলছেন, ভারতের বেশিরভাগ মানুষ মনে করে, এখানে ওখানে মূত্রত্যাগ করলে তেমন কিছু হয় না। এমনকি তারা লজ্জাবোধও করে না।



(চিত্রঃ ভারতে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর টয়লেটে মলমুত্র ত্যাগের দৃশ্য, এই মলমুত্র যে পানিতে মিশছে সেই পানিতেই আবার গোসল করছে কিছু শিশু)



(চিত্রঃ ভারতে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর টয়লেটে মলমুত্র ত্যাগের আরেকটি দৃশ্য)

এই হলো বিশ্বের কাছে আধুনিকতার তকমা লাগানো মা রেন্ডিয়ার অবস্থা.....

অথচ তাদের সিনেমা এবং টিভি সিরিয়ালগুলো দেখলে মনে হয় যেন, ভারত মাতা আমেরিকা, ইংল্যান্ডের মতোই একটি উন্নত দেশ ।



আসলে সবটাই শ্রেফ ভন্ডামী । আরেকটি রিপোর্টে উঠে এসেছিল, ভারতের ৩৩ শতাংশ মানুষ ই এক বেলা খায় আরেক বেলা না খেয়ে থাকে ।



(চিত্রটি দ্য হিন্দু পত্রিকা থেকে নেয়া ভারতের একটি বস্তির ক্ষুধার্ত মানুষের হাহাকারের দৃশ্য)

বিশ্বব্যাংকের রিপোর্ট এবং আমার দেয়া ছবিগুলো থেকে সহজেই ধারনা করা যায় যে, ভারত কতটা ফকিন্নির পুত মার্কা দেশ, অথচ ভাবখানা এমন যেন নিজেরা বিশাল কিছু একটা ‘সুপার-পাওয়ার...’

কথায় কথায় আমাদের উপদেশ দিতে আসে, এটা করো, ওটা করো না ইত্যাদি ।

বিশ্বব্যাংকের এই রিপোর্ট দেখে শাহরিয়ার কবির, মুনতাসির মামুনদের মতো সস্তা দালালদের কথা ভেবে সত্যিই লজ্জা হচ্ছে.....ইন্ডিয়া কে বাংলাদেশের আদর্শ বানানোর জন্য ওরা কতোই না চেষ্টা করে ।।

আরো লজ্জা হচ্ছে কিছু আবাল বাংলাদেশীদের কথা ভেবে যারা টয়লেট পেপার থেকে শুরু করে শার্ট-প্যান্ট-শাড়ী-জুতা সব কিছুই ‘মেইড ইন ইন্ডিয়া’ দেখে কিনতে চায়.....!!!!

হে বাংলাদেশের মানুষ, তোমরা তোমাদের প্রকৃত ও সবচেয়ে বড় শত্রু ভারতকে চিনতে শেখো, নাহলে এই জাতি অদূর ভবিষ্যতে নব্য রাজাকারদের সহায়তায় ভারতের রাষ্ট্রীয় গোলামে পরিনত হয়ে যেতে পারে.....!!!

.

.

লেখকের আরো লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

বিষয়: বিবিধ

৯৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File