“আওয়ামী লীগের নয়া দালাল”
লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ২৭ অক্টোবর, ২০১৩, ০২:১১:৩৮ রাত
বাংলাদেশে কদিন ধরে নতুন এক আওয়ামী দালালের সাক্ষাৎ পাওয়া গেছে,
সেই দালালের নাম ব্যারিস্টার রফিকুল হক.....
কথায় আছে ৯৯ টা কাক মরলে একটা উকিলের জন্ম হয়...
ওনার বেলাতেও সে কথাই সত্য হয়ে দেখা দিল.....
কদিন ধরেই বিভিন্ন টিভি চ্যানেলে তিনি বক্তব্য দিচ্ছেন, ১৮ দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকি অসাংবিধানিক এবং অগনতান্ত্রিক.....!!!
শুধু তাই নয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবি করায় এবং এই দাবিতে হরতালের ডাক দেয়ায় তিনি বেগম জিয়ার ব্যপক সমালোচনা করেন । একইসাথে তিনি জামায়াত শিবিরকে রাজাকার বলে উল্লেখ করে বেগম জিয়া কে পরামর্শ দেন তিনি যেন জামায়াত শিবিরের সঙ্গ ত্যাগ করেন ।
সেইসাথে তিনি আরো বলেন, পরবর্তী সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বর্তমান আওয়ামী লীগ সরকার বৈধ এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাও বৈধ....
২৭ তারিখের পর থেকে বর্তমান সরকার অবৈধ, বেগম জিয়ার এই বক্তব্যের তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন...!
অথচ, ডিনিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে ড. তুহিন মালিক বলেন, সংবিধানের ১২৩(৩) এর বিধানে পাচঁ বছর শাসনকাল থেকে ৯০ দিন বাদ দেয়া হয়েছে, এ গ্যারান্টি দিয়েছে পঞ্চদশ সংশোধনী । ১২৩(৩) কে প্রোটেকশন দিয়েছে ৭২(১), যাতে শেষ ৯০ দিনে অধিবেশন না বসে সেটা বাধ্যতামূলক করা হয়েছে । সেই হিসেবে ২৭ অক্টোবর থেকে শুরু হবে ৯০ দিনের কাউন্ট ডাউন, অর্থাৎ সংবিধান অনুসারে ২৭ অক্টোবরের পর বর্তমান সংসদের অধিবেশন অবৈধ ।
আর সংসদ অবৈধ হলে প্রধানমন্ত্রী কি করে বৈধ হয়, তা রফিকুল হক সাহেব নিজেই হয়তো বলতে পারবেন ।
মজার ব্যাপার আওয়ামী লীগ নেতাদের মুখের কথাগুলো হুবহু ইদানিং রফিকুল হকের কন্ঠে শোভা পাচ্ছে.........
কথায় আছে টাকা ছড়ালে উকিলকে কেনা যায়, তো এই মহামান্য উকিল ব্যারিস্টার রফিকুল হকও যে টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে সাফাই গাইছেন তা বাংলাদেশের সচেতন মানুষের বোঝার আর বাকি নেই....!!!
উল্লেখ্য, আগে দিগন্ত টিভির টকশোতে রফিকুল হক প্রায়ই আসতেন এবং জামায়াত শিবিরের পক্ষে ভাল ভাল বক্তব্য দিতেন.....
হঠাৎ করেই কিভাবে জামায়াত শিবির রাজাকার হয়ে গেলো কে জানে.....?
বিষয়: বিবিধ
৩৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন