“চোরে চোরে মাসতুতো ভাই....”

লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ১৫ অক্টোবর, ২০১৩, ০১:১২:৫৬ দুপুর



চোরে চোরে মাসতুতো ভাই.....

এটা পুরানো প্রবাদ ।

কিন্তু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এই পুরানো প্রবাদকে নতুন করে ব্যবহার করলেন ।

আওয়ামী লীগ চোরদের দল, এটা সবাই জানে ।

একটা ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে পালের গোদা পর্যন্ত সব চোর ।

কিন্তু বিএনপিতেও নেহায়েত চোরের সংখ্যা কম নয় ।

আর তাই যুগ যুগ ধরে বিএনপি আর আওয়ামী লীগের চোরদের মধ্যে একটা মাসতুতো ভাই সম্পর্ক ।

আর সেই মাসতুতো ভাই সম্পর্কেরই নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন হাসিনার উপদেষ্টা গওহর রিজভী আর খালেদার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু । তারা অতি গোপনে পরস্পর বিয়াই হলেন ।

মারহাবা ! মারহাবা !!

‘র’ এর পেইড এজেন্ট রিজভীর মেয়ের সাথে বিয়ে হচ্ছে মিন্টুর ছেলের সাথে ।

অথচ এই রিজভী ভারতের সাথে টিপাইমুখ বাধ থেকে শুরু করে সুন্দরবন ধ্বংস, সকল চুক্তির নায়ক ।

বেগম জিয়া ক্ষমতায় গিয়ে কি করে আওয়ামী লীগের চোরদের শাস্তি দিবেন....?

যেখানে আওয়ামী চোর-ডাকাত-গনহত্যাকারীদের সাথে বিএনপি নেতাদের এতো সখ্যতা ।

আব্দুল আউয়াল মিন্টু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, নিশ্চয়ই ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন ।

কিন্তু গত ৪ বছরে তিনি কি করেছেন বিএনপির জন্য.....?

কিছুই না, অথচ যারা রাস্তা-ঘাটে বিএনপি’র জন্য রক্ত ঝড়াচ্ছে, ক্ষমতায় গেলে নেত্রী তাদের কথা কি মনে রাখবেন....?

একটি উদাহরন ই যথেষ্ট.....

আমার খালাতো ভাই বরিশাল সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর একটি কেন্দ্রের এজেন্ট ছিল, নির্বাচনের দিন অনেক এজেন্ট ই কেন্দ্র ছেড়ে পালিয়েছে, কিন্তু আমার খালাতো ভাই জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করেছে ।

নির্বাচনের দিন আওয়ামী প্রার্থী হিরনের ক্যাডাররা তাকে ভয় দেখিয়ে যায় যে, জেতার পরে তাকে দেখে নেবে.....! তার ভাগ্য ভাল যে, আওয়ামী লীগ হেরেছে, নতুবা তার কপালে দুঃখ ছিল ।

জীবনের এতো বড় ঝুকির বিনিময়ে তিনি কি পেয়েছেন জানেন....? মাত্র ৫০০ টাকা ।

নির্বাচনের কিছুদিন পর সে গিয়েছিলো বিএনপি’র নির্বাচিত মেয়র কামালের সাথে দেখা করতে, কিন্তু দুর্ভাগ্য, ২ ঘন্টা অপেক্ষা করেও সে মেয়রের সাথে দেখা করতে পারেনি ।

আর দেখা করলেও কিই বা লাভ হতো...? মেয়র তো তাকে চিনত ই না ।

বিষয়: বিবিধ

২১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File