হাশরের ময়দানে ৭ ধরনের লোক আল্লাহর আরশের ছায়ায় থাকবে.....

লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ১৬ জুলাই, ২০১৩, ০৪:৫০:৩৩ রাত



হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত,

রাসূল (সঃ) বলেছেন,

হাশরের ময়দানে আল্লাহর ছায়া ব্যতিত যখন আর কোন ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ ৭ ধরনের লোককে তার ছায়ায় আশ্রয় দিবেনঃ

১) সুবিচারক বাদশাহ (রাষ্ট্রপ্রধান)

২) আবেদ যুবক, যার যৌবন আল্লাহর ইবাদাতে অতিবাহিত হয়েছে

৩) সেই নামাজী ব্যক্তি যার মন সর্বদা মসজিদে আবদ্ধ থাকে, এমনকি সে মসজিদ থেকে ফিরে আসার পর পুনরায় মসজিদে প্রত্যাবর্তনের জন্য ব্যকুল থাকে

৪) ঐ দুই ব্যক্তি যাদের ভালবাসা ও বিচ্ছেদ ছিল নিছক আল্লাহর ওয়াস্তে, অর্থাৎ যাদের মিলন ও বিচ্ছেদ আল্লাহকে কেন্দ্র করেই ঘটেছিল ।

৫) যে ব্যাক্তি নির্জনে আল্লাহকে স্মরন করে অশ্রুবিসর্জন করে ।

৬) যে ব্যক্তি কোন উচ্চ মর্যাদা সম্পন্ন সুন্দরী যুবতীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে এই বলে যে, “আমি আল্লাহকে ভয় করি”

এবং......

৭) যে ব্যাক্তি এতোটাই গোপনে দান করে যে তার ডান হাতের খবর বাম হাত পর্যন্ত জানে না ।।

(বুখারী, মুসলিম)

আমরা সকলে যেন শেষ বিচারের দিবসে আল্লাহ‘র আরশের ছায়ায় আশ্রয় পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন ।

বিষয়: বিবিধ

১৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File