মিসরে ব্রাদারহুডের সাথে অন্তর্বতী সরকারের সমঝোতার চেষ্টা

লিখেছেন লিখেছেন ইমরানখান ১০ জুলাই, ২০১৩, ১১:৪৯:৩৪ সকাল



মিসরের নতুন মনোনীত প্রধানমন্ত্রী হাজেম এল বাবলাওয়ি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুডকে তিনি মন্ত্রীসভায় স্থান দেয়ার প্রস্তাব দেবেন। এল বাবলাওয়ির এ প্রস্তাবকে আপাতঃদৃষ্টিতে একটি সমঝোতার চেষ্টা বলেই ধারণা করা হচ্ছে। ব্রাদারহুডের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানায়, মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করার আগ পর্যন্ত ভবিষ্যৎ কোনো সরকারে তাদের কোনো ভূমিকা থাকবে না। এর আগে মিসরের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট আদলি মানসুরের দেয়া নির্বাচনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ব্রাদারহুড। এদিকে মিসরের ক্ষমতার পালাবদলকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়েছে মিসরীয় সেনাবাহিনী। এর পরই রাজনৈতিক এই দরকষাকষির ইঙ্গিত দিলো মিসরের অন্তর্বতীকালীন সরকারের মনোনীত প্রধানমন্ত্রী হাজেম এল-বাবলাওয়ি। বাবলাওয়ি এর আগে হোসনি মোবারকের পতনের পর সামরিক সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে মুসলিম ব্রাদারহুডের সাথে মিটমাটের উদ্দেশ্যে দেয়া এল-বাবলাওয়ির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা। ব্রাদারহুডের একজন সমর্থক সাফাওয়াত হেগাজি বলেন, মোহাম্মদ মুরসিই মিসরের একমাত্র বৈধ প্রেসিডেন্ট, তারই অধিকার রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে কোনো ব্যাক্তিকে নিয়োগ দেয়ার এবং মন্ত্রীসভায় কারা থাকবে তা নির্ধারণ করার। সেনাবাহিনীকে আমি বলবো, যেসব লোকদের তারা অন্তর্বতীকালীন সরকার হিসেবে আখ্যা দিচ্ছে, তারা সবাই চোর। এদিকে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং নতুন প্রশাসনের প্রতি সমর্থন জানিয়ে মিসরকে অর্থনৈতিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দু’টি ধনী রাষ্ট্র। দুই বিলিয়ন ডলারের ঋণ এবং এক বিলিয়ন ডলার অনুদান দেয়ার অঙ্গীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। আর মিসরকে পাঁচ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ দুটো দেশই কঠোর ইসলামপন্থী হলেও, তারা মুসলিম ব্রাদারহুডের সমর্থক নয়। মিসরের অর্থনীতিকে সচল রাখতে এখন বিদেশী সাহায্য খুবই প্রয়োজন।

বিষয়: রাজনীতি

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File