{{সূরা ইয়াসিনের ফযিলত}} [[ সাতটি ফযিলত ]]
লিখেছেন লিখেছেন ইমরানখান ০২ জুলাই, ২০১৩, ০১:৫০:৪৯ রাত
১> নবী কারিম (সাঃ) বলেছেন, যে ব্যগতি নিয়মিতভাবে এ সূরা
পাঠ করবে তার জন্য বেহেশতের আঁটটি দরজা উন্মুক্ত
থাকবে, সে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ৎ
২> অন্য হাদিসে আছে, সূর্য উঠার সময় এ সূরা পরলে পাঠকের
সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে ৎ
৩> যেকোন উদ্দেশ্য এ সুরা পাঠ করলে আল্লাহ্ পাঠকের পূর্ণ করে দেন ৎ
৪> এ সূরা একবার পাঠ করলে দশ খতম কুরআন পাঠের
সওয়াব লিখা হয় ও পাঠকের সকল গোনাহ মাফ হয়ে যায় ৎ
৫> অন্য হাদিসে আছে, রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুইলে
নিষ্পাপ অবস্তায় ঘুম থেকে জাগ্রত হবে ৎ
৬> এ সুরায় কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়,এ জন্য
নবী (সাঃ) এ সুরাকে কুরআন মজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন ৎ
৭> হযরত আলী (রঃ) থেকে বর্ণিত নবী (সাঃ) বলেছেন, সূরা
ইয়াসিনের আমল কর ৎ উহাতে দশটি ফায়দা আছে ৎ উহা
পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্তের ব্যবস্তা হয়, বিবাহ
হতে যার দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শ্রিঘ্রই তার বিবাহ হবে ৎ
ভয় এবং বিপত গ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে ৎ
কোন ব্যক্তি কারাগারে আটকা পরলে শীঘ্র মুক্তি পাবে ৎ
মুসাফির পাঠ করলে বন্ধু পাবে ৎ এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে ৎ
মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে ৎ
রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে ৎ
বিষয়: বিবিধ
৩২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন