খালামনি তোমাকে সালাম
লিখেছেন লিখেছেন সকাল সন্ধ্যা ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩২:৩৫ বিকাল
আমার খালামণি শেখ হাসিনা তোমাকে সালাম -- আজ তোমার জন্য বাংলার মাটিতে একটা সফল নির্বাচন হলো -- এগিয়ে চলুক তোমার হাত ধরে এরকম আরো সফল নির্বাচন আর কেউ থাকুক আর না থাকুক আমি আছি তোমার পাশে আজীবন । আজ কথা দিলাম।
বাংলার মানুষ যে তোমাকে কত ভালবাসে সে টা তুমি আজ নির্বাচনের ফল প্রকাশের পর বুঝতে পারবে তুমি । তুমি কথা রেখছ একটা নিরভেজাল নির্বাচন।
খালামণির সালাম নিন । ব্লগার আপু ভাইয়ারা আমার খালামণির পাশে থাকেন...
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন