সব কিছুই মনে রাখা হবে
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২২:৩৪ সকাল
সব কিছুই মনে রাখা হবে
আমাদের যদি হত্যা করা হয়,
আমরা প্রেত হয়ে সমস্ত প্রমাণ সহ হাজির হবো,
আর সবকিছু লিখে দিবো ইতিহাসের খোলাপাতায়।
তোমরা ‘কৌতুক’ রচনা করো আদালতে,
আমরা 'ইনসাফ' লিখে দিবো প্রতিটি দেয়ালে।
‘বধির’-ও শুনতে পাবে,
আমরা উচ্চারণ করবো এতটা স্পষ্ট স্বরে।
অন্ধরা-ও পড়ে নিবে,
আমাদের অঙ্কিত সুতীব্র জ্বলজ্বলে অক্ষরমালা।
তোমরা ‘অন্যায়’ রচনা করে চলেছো জমিনে;
আমরা ‘বিপ্লব’ আর ‘বিদ্রোহ’ লিখে নিবো আসমানে।
(Pink Lloyd কর্তৃক ভারতীয় কবি ও সমাজকর্মী আমির আজিজ এর ‘সব ইয়াদ রাখা যায়ে গা’ কবিতাংশের ইংরেজী অনুবাদ হতে ভাবানুবাদ।)
বিষয়: বিবিধ
৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন