হয়তো এখন তিনি লিখতেন!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৫ মে, ২০১৮, ০৩:১৬:১৭ দুপুর
চল চল চল, উর্দ্ধ মহলে
চোরের দল,
খাটিয়ে প্রভাব খাটিয়ে বল দেশের
১২টা বাজিয়ে চল | চলরে চলরে চল, চল
চল চল ।
.
দেশের কপালে হানি আঘাত
জনতা খাবে পান্তা ভাত
আখের গোছায় নেতার হাত
দেশ সেবাতে ছল;
চলরে চলরে চল, চল চল চল।
.
গরিবের লাগি গাহিয়া গান
দেশ বানাবো মহা শ্মশান
দেশ করিব তলাহীন ; তারপরও
চলরে চলরে চল, চল চল চল।
.
বুবুরা এখন বিড়াল পোষে, যাকে খুশি
তাকেই দোষে, তাকেই মারে।
থলের বিড়াল বেড়িয়ে গেলে উপায়
কি আর বল;
চলরে চলরে চল, চল চল চল।
.
সূর্যের চেয়ে বালি গরম, ইহাই সত্য ইহাই
পরম
খালি পায়ে বালির উপর
আম জনতার ঢল;
চলরে চলরে চল, চল চল
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নজরুল তো খোলাখুলি বলেছেন, আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল।
আর রবীন্দ্রনাথ এমন একটা উপন্যাস লিখলেন, নাম—'নৌকাডুবি।'
মন্তব্য করতে লগইন করুন