এ অধঃপতন - ধ্বংস ঠেকানোর উপায় কি?
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১১ নভেম্বর, ২০১৭, ০২:৪৪:১৮ রাত
------------------- --------------------
কর্মীদের মান যখন নেতাদের চেয়ে উত্তম, শ্রোতার আমল-আখলাক,জীবন-চরিত যখন বক্তার থেকে ঢের ভালো, ইমামের চেয়ে যখন মুক্তাদীরা মুখলিছ-শুদ্ধ হয়, পুরোহিতরা যখন পূজারীদের একনিষ্ঠতায় লজ্জা পায় ; তখন করণীয় কি?
তবে এই কর্মী, শ্রোতা,মুক্তাদী, পুজারীরা আবার তাদের ( ঐ সব লোকদের ) মান,চরিত্র, লজ্জা নিবারণ, বয়ান ঠিক করিয়ে বা ধরিয়ে দিতে অপারগ! কারণ মনগড়া নানা ফেরকা ও মাকড়সার জালের মত ফেলা তাদের সিন্ডিকেটের ফাঁদ বিস্তৃত। তারপরও গুটিকয়েক কর্মী,শ্রোতা,মুক্তাদী,পূজারী যখন তাদের এ বিশাল নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তখন তারা লেজ গুটিয়ে ভাগাড়ে পালায়। কখনো হঠাৎ দেখা হয়ে গেলে কুর্নিশ করে তাড়াতাড়ি কেটে পড়ে। অথচ এরাই মঞ্চ কাঁপায়, দেশ চালায়!
এমতাবস্থায় ঐ ক্ষুদ্রাংশের করণীয় কি? এ প্রশ্ন আমাকে অনেকে করেছে। কিন্তু আমি কোনো সদুত্তর দিতে পারিনি। দয়া করে আমাদের সাহায্য করেন।
[ বলে রাখি-: অনেকে বলেছে,এ ক্ষুদ্রাংশকে এগিয়ে আসতে হবে। তাদেরকে নেতৃত্ব নিতে হবে। কিন্তু সিস্টেমে যে চরম বাঁধা। ক্ষুদ্রাংশকে নেতা হতে হলে ঐ সব লোকদেরকেই তোয়াজ করে হতে হবে! তাদের অর্চনা, অনুগত, ওদের নিকট শপথ গ্রহণ করে হতে হবে। যা হতে বা করতে ক্ষুদ্রাংশটি সম্পূর্ণ নারাজ। অনেক যুক্তির মধ্যে তাদের একটি যুক্তি হলো- 'এতে করে ওদের সকল অবৈধতার বৈধতা দেয়ার শামিল।'
এর উত্তরে তারা বলেন, প্রয়োজনে অভিনয় করে হলেও ক্ষুদ্রাংশকে এগিয়ে আসতে হবে। না হয় এভাবে যে খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে সব। তাও করবে না বলে ক্ষুদ্রাংশটি তাদের অবস্থানে অনড়। এমতাবস্থায় করণীয় কি? জানতে চায়....
আর বর্ষীয়ানরা এ প্রসঙ্গে বলেন, ক্ষুদ্রাংশের দুর্বলতা ঐ ভন্ডরা ভালো করেই জানে। তাদের কাছে পরীক্ষিত সত্য যে, ক্ষুদ্রাংশের সমাজের প্রতি দায়, অনাগত বৃহত্তর স্বার্থে বিশৃঙ্খলা এড়ানোর অব্যাহত চেষ্টা, মৌলিক বিশ্বাসের আলোকে পরিবেশ - পরিস্থিতি, নৈতিকতাসহ নানাদিক... .. । এ সবকে পুঁজি করে ভন্ডরা বারবার তওবার বাহানা করে। দশবার ভুল করার পরও বলে, 'ভালো হয়ে যাব। শেষবারের মত মাফ করুন।আরেকবার সুযোগ দিন।' কিন্তু লোভ- লালসা, পাপ এসে ফিসফিস করে ডাক দিলে আবারও ইতরের মত ছুটে যায়; যেন তাদের মৃত্যু নেই, মৃত্যু নেই ! এ অবস্থায় আসলেই করণীয় কি? ......
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন