২০১৭'র চোখে ১৯৭১
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৯:৫৬ বিকাল
১৯৭১ দেখিনি,
২০১৭ দেখছি.... ।
খানিক দেখেছি ১৯৯০,
পুরো দেখেছি ১৯৯৬।
২০০১ এ তো আমিই ছিলাম,
আর ২০০৭ এর রাজসাক্ষী।
২০১৩,'১৪'র কি-ই-বা বলার আছে!
বাঁকে বাঁকে কত কি দেখলাম।
হিসাব যে রাখে; সেকেন্ডের পরমাণু ও কি তার থেকে বাদ পড়ে?
২০১৭ রোহিঙ্গা যুদ্ধ !
এটা কততম জেনোসাইড তাদের উপর?
এ হিসাব কে রাখে?
হারিয়ে গেছে তাদের কত প্রজন্ম।
দশকের পর দশক
বিরাট এ জনগোষ্ঠীর নাগরিকহীন জীবন!
এর শেষ কোথায়?
২০১৭'র চোখে,
আমার ১৯৭১ দেখা।
রোহিঙ্গা জেনোসাইডে
বেশ পরিষ্কার '৭১'র গণহত্যা।
রাজাকার, আল বদর,আস্- শামছ.......
কত কিছু শুনেছি। ( রোহিঙ্গাদের মধ্যে কি এমন কোনো গোষ্ঠী আছে ? )
১৯৭১'র বাংলায় ছিল
আজো ২০১৭'র বাংলাদেশে তারা আছে।
একই অঙ্গে নানান রূপ নিয়ে।
আমি দেখে চলেছি.....
[ তাদের কেউ স্বচক্ষে '৭১ দেখেনি!
দাদার দেশে তারা ছিল পিকনিকে।
তাদের অনেকে এ বাংলাতেও ছিল
রাজার হালতে।
ঘুরিয়ে বেড়িয়েছে পাক গাড়ীতে।
খাদ্য আসতো পাক ব্যারাক হতে।
তাদের পরিবার-পরিজনে এ যুদ্ধকালীন কোনো প্রভাব পড়েনি।
স্বাভাবিক জীবনে তাদের ঘটেনি কোনো ব্যাঘাত ।
বরং স্বাভাবিকের চেয়ে বেশ ভালো কেটেছে সে সবদিন।
আজ তারাই ছবক দেন মুক্তিযুদ্ধের!
সনদ বিলান যোদ্ধাদের !!!
সেলুকাস! বড় বিচিত্র এই দেশ!]
আজ এ রোহিঙ্গা যুদ্ধ,
আমায় দেখিয়ে দিচ্ছে সে সব।
১৯৭১ এ গোষ্ঠীই ছিল।
আজো তারা আছে রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে।
তারপরও মুক্তিকামীরা থেমে থাকে না;
থেমে থাকেনি।
তাদের কোনো পরাজয় নেই।
ধ্বংস করে দেয়া মানে জয়-পরাজয় নয়।
কালে কালে প্রতিটি ধূলিকণা হতে তারা উত্থিত হবে।
তাদের ক্ষয় নেই, বিনাশ নেই।
হে প্রকৃত যোদ্ধারা, তোমরা অমর,অজেয়।
সারা বিশ্বের মুক্তিকামী প্রতিটি হৃদয়ে তোমাদের বাস।
তোমাদের সেই ঋণ কোনদিন শোধ হবে না।
না না না তা শোধ হবার নয় ।
বিজয় হোক মুক্তিযোদ্ধাদের, সত্য, সুন্দরের.....
নিপাত যাক বাকী সব ...।
ইনকিলাব জিন্দাবাদ।
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি হিমালয় দেখিনি , বঙ্গবন্ধুকে দেখেছি।
০ একটু কি ঝেড়ে কাশতে পারবেন ?
মন্তব্য করতে লগইন করুন