পড়তে পারেন, হয়তো কিছু পাবেন !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:৪৪:৫৭ দুপুর



................... **** ...............

ব্যাংক ডাকাতির সময় এক ডাকাত সবাইকে বলল,

'কেউ নড়াচড়া করবেন না, মাটিতে শুয়ে পড়ুন।

ব্যাঙ্কের টাকা আপনার নয়,

কিন্তু আপনার জীবন আপনার, যা বলছি তাই চুপচাপ মেনে নিন'।

- এইটাকে বলে 'মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট'।

সাধারণ চিন্তাকে বিপরীত দিকে ঠেলে দেয়া।

*

হঠাৎ এক মহিলা টেবিলের উপর শুয়ে পড়ল। ডাকাত সর্দার বলল,

'এই যে ম্যাডাম এখানে শুটিং হচ্ছে না, ডাকাতি হচ্ছে। আমার কথামতো মাটিতে শুয়ে পড়ুন, নইলে গুলি করে দিব'।

--এটাকে বলে 'প্রফেশনালিজম'।

যে জন্য ট্রেইন করা হয়েছে সেটাতে মনোযোগ দেয়া।

*

ডাকাতির পর বাসায় ফিরে শিক্ষানবিশ ডাকাত বলল, বস চলেন টাকাটা গুনে ফেলি।

সর্দার বলল, 'আরে গাধা এখানে অনেক টাকা গুনতে সময় লাগবে। রাতের খবর দেখ তাহলেই বুঝতে পারবি কয় টাকা চুরি হয়েছে'।

--এইটাকে বলে 'অভিজ্ঞতা'।

বর্তমানে তাই শিক্ষাগত যোগ্যতার চেয়ে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি।

*

ডাকাতরা চলে যাওয়ার পর ব্যাংক অফিসার ম্যানেজারকে বলল, পুলিশকে খবর দেই। ম্যানেজার বলল, ওকে। যা টাকা আছে সেখান থেকে আমরা আগে পঞ্চাশ লক্ষ টাকা সরিয়ে নেই। তারপর যে টাকা চুরি হয়েছে সেটার সাথে এই টাকা যোগ করে পুলিশ রিপোর্ট করব।

তারা দুজনে পঞ্চাশ লক্ষ টাকা সরিয়ে রাখল। একে বলে 'স্রোতের সাথে তাল মেলানো'। প্রতিকূল অবস্থা নিজেদের অনুকূলে আনা।

*

ম্যানেজার আফসোস করলো ইশ্ প্রতি মাসেই যদি ডাকাতি হত! এই অবস্থাকে বলে

- 'হতাশাকে আশায় রূপ দেয়া'।

বাধ্যগত চাকুরীটাকে ব্যক্তিগত সুবিধাতে পরিণত করা।

*

রাতে নিউজ হলো ব্যাংক থেকে এক কোটি টাকার ডাকাতি হয়েছে। দুই ডাকাত বারবার গুনেও দেখে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা তারা আনতে পেরেছে। একজন আরেকজনকে বলল, আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করলাম অথচ ম্যানেজার কোনো কিছু না করেই পঞ্চাশলক্ষ টাকা রোজগার করে ফেলল। তাইলেতো ডাকাতি করার চেয়ে পড়াশোনা করাই ভালো।

- এজন্যই বলে 'শিক্ষা/জ্ঞান স্বর্ণের চেয়েও দামী'।ম্যানেজার মুচকি হেসে মাথা নাড়ল। ডাকাতির কারণে তাদের যে লস ছিল সেটা রিকভার হয়ে গেসে।

একেই বলে 'ঝোপ বুঝে কোপ মারা'।

*

এখন প্রশ্ন হল বড় চোর কে বা কারা?

শিক্ষিত লোকেরা নাকি অশিক্ষিত লোকেরা?

যারা এক দেড় হাজার টাকা ছিনতাই করে তারা।

নাকি যারা কলমের খোঁচায়, কিংবা আইনের মারপ্যাঁচে এক দেড় হাজার কোটি টাকা মেরে দেয়; তারা ????!!

------------------------------

(বিদেশি গল্প অবলম্বনে, কিঞ্চিৎ এডিট করে )

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381922
১৮ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪১
হতভাগা লিখেছেন : সব দিক ম্যানেজ করে চলে বলেই তো সে ম্যানেজার
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৪:৪৩
315746
ডব্লিওজামান লিখেছেন : তাইতো ! ব্যাপারটা মাথায় থাকে না ক্যান ?
381926
১৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১১:৪১
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৪:৪৪
315747
ডব্লিওজামান লিখেছেন : <:-P <:-P <:-P <:-P <:-P Good Luck ~:> :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File