কি লিখবো
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৩ জানুয়ারি, ২০১৭, ০৩:৪৬:৩৩ রাত
কি লিখবো?
কি লিখবো আমি?
বাকী আছে কি ?
কি জানি এই আমি,কি পড়েছি, কি দেখেছি,
কি বুঝেছি আর কি-ই বা পারি ?
যেথায় তাকাই সেথায় মনে হয় পরিপূর্ণ ।
এই ভাবনাগুলোও যে প্রকাশ করবো---
তাও বলে গেছে সিগমন্ড ফ্রয়েড (Sigmund Freud)
তারও বহুপূর্বে তাবৎ পূর্ণতা ঘোষিত হয়েছে --
আল্লাহ কর্তৃক।
তার প্রেরিত রাসূল দ্বারা।
তারপরও নির্দেশনা--
সে পথের আঙ্গিকেই নিজের কর্তব্য করে যাওয়া।
স্বীয় অবস্থান জানানো।
গা ভাসিয়ে এলিয়ে দুলিয়ে হেলিয়ে
আলসে ঘিরে থাকা যাবে না ।
সে চেষ্টাতো করেছি, করি ।
কিন্তু পেরে উঠতে পারছি না যে !
ধর্ম-কর্ম, বর্ণ, প্রেম-বিরহ, যুদ্ধ-শান্তি, আকৃতি-প্রকৃতি, বাদ-প্রতিবাদ ... .. .
সব নিয়েই তো লেখা আছে!
তবে,
মানুষের স্বভাব, প্রকৃতি,
এদের রকমফের নিয়ে হয়তো লেখা যায় ।
কিন্তু সেকেন্ডের পরমাণুতে যাদের পরিবর্তন;
তাদের বিচিত্র এ চরিত্র নিয়ে লেখা কি সম্ভব !?
আমার মত আটপৌরে কেউ কি পারবে সেটায় পূর্ণতা দিতে?
সক্ষম কি?
----- ওয়াহিদুজ্জামান মৃধা
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন