হতাশ হওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কই পাইছেন ? এটার কোন সুযোগ নেই ! ----------- ****************** ----------------------

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২১ জুন, ২০১৬, ০৬:১৩:০০ সকাল

হতাশ হওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কই পাইছেন ? এটার কোন সুযোগ নেই ! আপনার পাশের একজনের দিকে তাকিয়ে দেখুনঃ- তার থেকে আপনি কত, কততো ভাল আছেন। সে রকম যদি কিছু না-ই পান, তাহলে নিজের চোখ বন্ধ করুন ; এরপর কয়েক মিনিট হাঁটুন। তারপর বলুন, যাদের চোখ নেই তাদের অবস্থা কেমন ............... সৃষ্টিকর্তার এ শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন !?

এভাবে আপনার হতাশার দিকগুলোর তালিকা করে পর্যালোচনা করুন । সেটা হোক ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, দেশীয়, আন্তর্জাতিক সর্বোপরি মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করে হলেও .........।।

ওরা, তথা ঃ নাস্তিক, খারাপ, দেশদ্রোহী, অন্যায়, অত্যাচার, জেল-জুলুম, হত্যা-রাহাজানি, লেতা-প্যাতা ইত্যাদি আছে বলেই তো আপনি চিন্তা করার, কাজ করার সুযোগ পাচ্ছেন ।

দল বা সরকার ক্ষমতায় গেলে আপনার কি লাভ ? যদি আপনি জাহান্নামী হোন।

সে দিনের অপেক্ষায় আছি, যে দিন ওরা প্রকাশ্যে এসে আমাদের ক্ষত- বিক্ষত করে ফেলবে, জীবন্ত মানুষকে টেনে ছিরে ফেলবে, ফেলতে আসবে ।এরপর যখন ওদের ভয় ভাঙ্গবে, কোন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া একা একা আসবে এমন করতে, সেদিনই হবে আমাদের বিজয়ের দিন। যে বিজয় পেয়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে , ইংরেজদের বিরুদ্ধে, সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে। সে আবার বিজয়ের সাল হিসেবে ১৯৪৭, ১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭১, ১৯৮২ কে উল্লেখ করে।

উপরের কথাগুলো বলছিল বর্তমান বঙ্গদেশ তথা প্রদেশ সরকারের অত্যাচারে ঘর থেকে পালিয়ে বেড়ানো এক ছোট ভাই । সে বেশ, বেশ ছোট । সম্মান দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। কিন্তু একটি সরকার তথা, তথাকথিত প্রদেশ সরকারের জন্য মূর্তিমান একটি আতঙ্ক । আর সেজন্যই একজন ক্ষুদ্র নাবালকের কাছে একটি দেশ অসহায় অনুভব করে। যেমন, ফিলিস্তনি শিশুদের খালি হাতকেও ভয় পায় সমরাস্ত্রে সজ্জিত ইসরাইলী বাহিনী ।তাই তাদের উপর তারা বিমান হামলা করে। কথার এক পর্যায়ে ছোট ভাই আমাকে বলে, আপনি কি আমীর হামজা, খোবায়েব, খাব্বাব, সাইয়্যেদ কুতুব, হাসানুল বান্না, বেরলভী তিতুমীর, মালেক, হামিদসহ (আরো অনেকের নাম বলে) এদের ইতিহাস জানেন না ! কথাগুলো শুনে আসলেই বেঁচে থাকতে ইচ্ছে হল। স্বপ্ন দেখতে মন চায়।

তখনই মেনে নিতে বাধ্য হলাম, আসলেই বিপ্লব কোন ধ্বংসের তাণ্ডবলীলা নয়, সৃষ্টির প্রসব বেদনামাত্র । আর নিদ্রার উপর নির্ভরশীল বলে দুঃস্বপ্নও প্রলম্বিত হতে পারে না।

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372687
২১ জুন ২০১৬ সকাল ০৬:৩৮
কুয়েত থেকে লিখেছেন : সরকারের জন্য মূর্তিমান একটি আতঙ্ক । আর সেজন্যই একজন ক্ষুদ্র নাবালকের কাছে একটি দেশ অসহায় অনুভব করে। যেমন, ফিলিস্তনি শিশুদের খালি হাতকেও ভয় পায় সমরাস্ত্রে সজ্জিত ইসরাইলী বাহিনী । ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২৪ জুন ২০১৬ বিকাল ০৪:৩৪
309704
ডব্লিওজামান লিখেছেন : তাই নয় কি ?
১৬ আগস্ট ২০১৬ সকাল ০৮:৪৫
312039
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا لك ونعم Good Luck
372690
২১ জুন ২০১৬ সকাল ০৭:৪৭
শেখের পোলা লিখেছেন : জানিনা কবে আসবে সেই দিন। ধন্যবাদ।
২৪ জুন ২০১৬ বিকাল ০৪:৩৭
309705
ডব্লিওজামান লিখেছেন : এই দুনিয়ায় না আসলেও আরেক জগত তো আছে ! মুমিনের হারানোর কিছু নেই দাদা ........
372741
২১ জুন ২০১৬ দুপুর ০৩:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একজন মুসলিম কখনই আল্লাহর সাহাজ্যর আশা থেকে নিরাশ হতে পারেনা।
২৪ জুন ২০১৬ বিকাল ০৪:৩৮
309706
ডব্লিওজামান লিখেছেন : ১০০% সঠিক বলেছেন
378878
২০ অক্টোবর ২০১৬ দুপুর ১২:২৬
তরবারী লিখেছেন : একজন মুজাহিদ কখনো ভেঙ্গে পড়ে না
মুষড়ে পড়ে না
হতাশ হয় না ---
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৪:৫৪
315748
ডব্লিওজামান লিখেছেন : ঠিক, ঠিক , ঠিক.।.।.।.।.।.।.।।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File