বড় যদি হতে চান !
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২২ মে, ২০১৬, ০৪:০৬:১৩ রাত
শিক্ষক শ্রেণী কক্ষে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন;
-----------------------
এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন:-আচ্ছা তোমাদের মধ্যে কে আছো ; যে এই দাগটিকে ছোট করতে পারবে ? কিন্তু শর্ত হচ্ছে একে মুছতে পারবে না !! না মুছেই ছোট করতে হবে !! - তারপর,সকল শিক্ষার্থী অপারগতা প্রকাশ করলো। কারণ, মোছা ব্যতিরেকে দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না !! -এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে বড়।
-------------
-----------------------
ব্যস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো !
শিক্ষক:
-বুঝতে পারলে তোমরা ??? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায় !! নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা/দুর্নাম করে তাকে ছোট করতে হবে না, তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে!!
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষণীয় একটা ঘটনা,
অনেক অনেক ভালো লাগলো,
কিন্তু আমরা নিজেকে বড় করার চেয়ে
অন্য কে ছোট করার প্রতিযোগিতা ব্যাস্ত,
একজন ভাল মানুষের সামনে যদি তার চেয়ে একটু বেশী ভাল মানুষ আনলে আগের সেই মানুষটি কি খারাপ হয়ে যাবে ?
বা , একজন খারাপ মানুষের সামনে তার চেয়েও খারাপ মানুষ আনলে কি আগের মানুষটি ভাল হয়ে যাবে ?
মূল কথাটি প্রকাশের জন্য আপনিও একটি সুন্দর উদাহরণ পেশ করুন!
ওটা উত্তম পেলে আমরা এটা নেবো না!
মন্তব্য করতে লগইন করুন