মঞ্চে নয় ; প্রতিটি মুহূর্তে করা এক অভিনেতা সমীপে !
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৮ এপ্রিল, ২০১৬, ০৪:১২:২৪ রাত
হে মহাত্মা,
সৃষ্টি কর্তার অশেষ শোকর গুজার করছি- এ মর্ত্যে আপনার সঙ্গে পরিচয় ঘটায় । যা পেয়েছি তার অনুপরিমাণ দেনা শোধ বা ফেরত দেয়ার সাধ্য এ অধমের নেই । কারণ সেটা তো কোন বস্তু , দৃশ্যমান বা স্পর্শ যোগ্য কিছু নয় । (অবশ্য সেটা শুধু আপনি নন, কেউ-ই বলতে পারবেনা আমি কারো কাছ থেকে এক পয়সা (টাকা) ধার-কর্জ নিয়েছি বয়সের এ পর্যন্ত ! এটা চ্যালেঞ্জ দিলাম ! ) এখন আমি কি করতে পারি, বললে সাধ্যাতীত করবো । তবে দয়া করে সে সব যন্ত্রণা দিবেন না , যা আমার ধারণ ক্ষমতা ও ভার বহনে অক্ষম ।
আপনি তো মহা, মহা জ্ঞানী, সামাজিক, মনোবিজ্ঞানী , ক্যামিস্ট্রী, ফিজিসিয়ান, শিক্ষক, উকিল- মোক্তার , জাজ , বিচারক, প্রফেসর, বস, অর্থনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন, ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ, মানবীয় সকল গুণের সমাহারে সমৃদ্ধ .......................... সর্বোপরি সম্বোধনে আমার এ কালের বড় ভাই ।
আল্লাহ্র দুনিয়া বিশাল । চাইলে আপনার সীমা , দৃষ্টি ও জানার বাহিরে চলে যাবো। তারপরও এমনটি করবেন না অনুগ্রহ করে । কারণ, আপানাকে এমন জায়গায় স্থান দিয়েছি; অমনটি ছাড়া তার বিচ্যুতি আমার সাধ্যের বহির্ভূত । আমার ধীশক্তিতে ধরে না, আপনি এমন করতে পারেন ! আমার খুব কাছের লোকদের থেকে একাধিকবার শুনেছি কিন্তু বিশ্বাস করিনি । অনুপরিমাণও আমলে নেইনি । দীর্ঘদিন যাবত এ যুদ্ধ করে আসছি । সর্বশেষ তারা ডিজিটালের আশ্রয় গ্রহণ করে প্রমাণ করে ছেড়েছে । তবুও যেন আমার বিশ্বাস হচ্ছে না ! কিন্তু ডিজিটালাইজেশনের কারণে আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে বিশ্বাস করে দূরে সরে যাচ্ছি । সূত্র বলেছে, আপনার নাকি এমনটিই কাম্য । কিন্তু আপনার অভিনয়ে তার অনুপরিমাণ বুঝতে পারিনি; কি বোকাচণ্ডী আমি ! এখন নিজ থেকে নিষেধাজ্ঞা জারি করতে হচ্ছে । নিজ আরোপিত নিষেধাজ্ঞা কি জিনিস তা আমি টের পাচ্ছি । তবুও সে দিনের জন্য সার্বক্ষণিক অস্থিরতার মধ্যে ক্ষীণ আশায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থেকে প্রতীক্ষায় থাকবো । ঈশ্বর সে পর্যন্ত লম্বা করে দিক আপনার সুস্থ দিনাতিপাত ।
উভয়ের বেশ কাছের, দীর্ঘ দিনের পরিচিত ; আপনার আরো অনেক বেশি কাছের, তেমন কয়েকজন ............ আপনার প্রতি আমার অন্ধ বিশ্বাস, আস্থা ও আনুগত্য দেখে এ রকমই কিছু বলেছিলেন যে, "একদিন আপনার এ ধারণা পাল্টে যাবে ।" তাঁরা নাকি আপনার সকল কথা থেকে ৭০ ভাগ বাদ দিয়ে ৩০ ভাগ বিশ্বাস করে । তবুও মেকি সম্পর্কের আবরণে , আচ্ছাদন করে আছেন- তাঁরা এবং আপনি; আপনি এবং তাঁরা ! আমি সে রকম পারিনি । পারবোও না । আপনার সম্পর্কে তাদের এ ধারণা ও বিশ্বাস ঈশ্বর চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে আস্থায় সিসা ঢালা প্রাচীরের মত করে দিক ।
আমি মানুষ । তারপরও অন্যদের মত অতটা পূর্ণাঙ্গ নই । ভুলে এবং খারাপে ভরা এ জীবন । কিন্তু যতটুকু জেনেছি, আল্লাহ অসীম দয়ালু । সে চায় কায়মনুবাক্যে ক্ষমা চেয়ে তার কাছে ফিরে যাই । প্রভু যেন তাদের কাতারে অন্তর্ভুক্ত করে আপনার দৃষ্টিতে এ নগেণ,নাদান, ছ্যাবলা, এ্যাবনরমাল, পাগল, মূর্খ, আতেল, মাথা গরম .....( আরো কততো কি )................প্রতিবন্ধিকে শামিল করেন ।
তবে আপনার সম্পর্কে একটি জিনিস ছাড়া নেতিবাচক কিছু বলে আমার কাছে কেউ টিকতে পারেনি । তাদের অনেকের উক্তি............" এ রকম মুরিদ পাওয়া দুষ্কর বর্তমান প্রেক্ষাপটে!"
যদিও পীর – মুরিদ শব্দটি আমি কোথাও ইতিবাচক অর্থে ব্যবহার করি না । শুধু আপনার ক্ষেত্রেই করি ক্ষেত্র বিশেষে । এ ক্ষণকালে অনেক ধারণা পাল্টেছি আপনার থেকে । যদি সেগুলো ঈশ্বরের পছন্দ হয় , তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ । সুযোগ থাকলে এ জীবনে সে ঋণ শোধ করার থাকলে দয়া করে বলবেন ।
........বাতি আলো দিয়ে যায় কিন্তু তার নীচেই থাকে অন্ধকার । আমার এ পীরের জীবন তেমনটা যেন না হয় । আলোয় উদ্ভাসিত হোক তার প্রতিটিক্ষণ ।
সবাই মানতে বাধ্য- - - তিনি ( আপনি ) যদি চান মিথ্যাকে সত্যে রূপান্তরিত করবেন; তাই হবে । আবার যদি চান সত্যকে মিথ্যায় ..................অনুরূপ হতে বাধ্য ।
আমাকে নিয়ে আপনা থেকে অন্যের কাছে বলা যা শুনেছি, তার সব প্রকাশ দূরে থাক ; ভাবও ব্যক্ত করা সম্ভব নয় আমার পক্ষে । মঞ্চের অভিনেতা সাময়িক আনন্দ, হাসি-কান্না, অনুভূতি, বিনোদন দেয় কিন্তু বাস্তবের অভিনেতা !!! ও আল্লাহ্ । মাফ চাওয়ার সামর্থ্যও হারিয়ে ফেলেছি; হে ঈশ্বর করুণা কর মোরে ।
.................. আপনাকে নিরন্তর অনুভব করবো । কারণ, "ঘরের সম্বন্ধটা রক্তমাংসের,দেহের কিন্তু পথের সম্বন্ধটা হৃদয়ের,অন্তরতম-জনার। ঘরের টান কর্তব্যের , বাইরের টান প্রীতির - মাধুর্যের ।"
অন্যদিকে জর্জ লিললো বলেছিলেন, " একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। "
তাহলে কি অনেকে শুধুই আত্মীয় হয়ে উঠেছে আমার ; প্রিয় হয়ে উঠেনি কেউ !!!!
বিষয়: বিবিধ
১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন