দুঃখে - ক্ষোভে শিরোনাম দিতে পারলাম না !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১০ মার্চ, ২০১৬, ০৪:০৪:৪৭ রাত

আচ্ছা,

এই যে আমার রক্ত পানি করা টাকা দেশে পাঠানোর পরই তা কাগজে পরিণত হয়। রাষ্ট্র যন্ত্রের নানা গ্যাড়াকলে সে টাকা খরচ করতে বাধ্য বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন...........। তার উপর যদি এই অসহায় কৃষি নির্ভর দেশ থেকে অবিশ্বাস্য পরিমাণ টাকা লুটপাট, পাচার,চুরি,হ্যাক...... হয়ে যায় !

কি বলবো আমি ! আমি কে ; যে আমার কথা শুনে কেউ তার মূল্যবান সময় বলিদান করবে !!

তারপরও জানতে চাচ্ছি, দেশের এততো এততো টাকা চুরি হয়ে যাচ্ছে ----- --- -- এর বিহিত বা বিচার দাবী করে সারা শরীরে যাদের চেতনা, জন্মের ৭ মাসে হয়ে যায় রনাঙ্গণের মুক্তিযোদ্ধা, মুখের বুলিতে দেশ প্রেমিক জান- প্রাণ....... ...... . তাদের থেকে কি কোনো কর্মসূচি আছে ? গায়ে খুব চুলকাচ্ছে, যদি থাকে সেখানে গিয়ে স্লোগান, বিরিয়ানি ও একটু নেচে- গেয়ে আউশ মিটাতাম ! খাউজানিটাও কমতো !!!

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362013
১০ মার্চ ২০১৬ সকাল ০৫:৫১
শেখের পোলা লিখেছেন : খাউজানি কমাবার ঔষধ দেশে নাই৷ ওটা বাড়তেই থাকবে৷ কি আর করবেন৷একটা প্রবাদ বলি তাতে হয়ত কাজ হতে পারে, 'পড়েছো মোগলের হাতে,খানা খেতে হবে সাথে৷'
১৮ এপ্রিল ২০১৬ রাত ০২:০৫
303694
ডব্লিওজামান লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-
362037
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:০৩
হতভাগা লিখেছেন : শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে যান কেন ?
১৮ এপ্রিল ২০১৬ রাত ০২:০৪
303693
ডব্লিওজামান লিখেছেন : Crying Crying Crying Crying
362054
১০ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৮
আবু জান্নাত লিখেছেন : আশ্চায্যের বিষয় হল গৃহ পালিত জানোয়ারদের থেকে তো কোন কর্মসুচি নাইই, বি,এন,পি ও এ ব্যপারে সম্পূর্ণ নিরব। তাহলে কি সবাই রসূনের খালাতো ভাই!
১৮ এপ্রিল ২০১৬ রাত ০২:০৪
303692
ডব্লিওজামান লিখেছেন : <:-P
362082
১০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছুই করার নাই!! এই দেশে চেতনায় সব চলে!
১৮ এপ্রিল ২০১৬ রাত ০২:০০
303691
ডব্লিওজামান লিখেছেন : :D/ Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File