দুঃখে - ক্ষোভে শিরোনাম দিতে পারলাম না !!!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১০ মার্চ, ২০১৬, ০৪:০৪:৪৭ রাত
আচ্ছা,
এই যে আমার রক্ত পানি করা টাকা দেশে পাঠানোর পরই তা কাগজে পরিণত হয়। রাষ্ট্র যন্ত্রের নানা গ্যাড়াকলে সে টাকা খরচ করতে বাধ্য বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন...........। তার উপর যদি এই অসহায় কৃষি নির্ভর দেশ থেকে অবিশ্বাস্য পরিমাণ টাকা লুটপাট, পাচার,চুরি,হ্যাক...... হয়ে যায় !
কি বলবো আমি ! আমি কে ; যে আমার কথা শুনে কেউ তার মূল্যবান সময় বলিদান করবে !!
তারপরও জানতে চাচ্ছি, দেশের এততো এততো টাকা চুরি হয়ে যাচ্ছে ----- --- -- এর বিহিত বা বিচার দাবী করে সারা শরীরে যাদের চেতনা, জন্মের ৭ মাসে হয়ে যায় রনাঙ্গণের মুক্তিযোদ্ধা, মুখের বুলিতে দেশ প্রেমিক জান- প্রাণ....... ...... . তাদের থেকে কি কোনো কর্মসূচি আছে ? গায়ে খুব চুলকাচ্ছে, যদি থাকে সেখানে গিয়ে স্লোগান, বিরিয়ানি ও একটু নেচে- গেয়ে আউশ মিটাতাম ! খাউজানিটাও কমতো !!!
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন