আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৯ জুলাই, ২০১৫, ১১:০০:৫৮ রাত

আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

।। রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, “রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক।”

একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাগে-যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন

“আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।”

চাকর বলল, “এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজই করেন; কোনো ভুল করেন না।

চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন।

এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেবদেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজা কে বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল।

প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রমাণ পেয়েছি তার, আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।

“তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোকে জেলে পুরলেন কেন?” চাকর বলল, “রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম।

আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।"

বিষয়: বিবিধ

১৪০২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330709
২০ জুলাই ২০১৫ রাত ১২:১৮
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
279438
ডব্লিওজামান লিখেছেন : শুকরান ভাই, আল্লাহ্‌ কে যেন এভাবেই মনে রাখি ।
330716
২০ জুলাই ২০১৫ রাত ০১:০৬
আকবার১ লিখেছেন : একসেলেন্ট লেখা।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩০
279439
ডব্লিওজামান লিখেছেন : Thanks a lot Dear !!!
330717
২০ জুলাই ২০১৫ রাত ০১:১৪
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৩
279440
ডব্লিওজামান লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
330719
২০ জুলাই ২০১৫ রাত ০১:২৮
মাটিরলাঠি লিখেছেন :
খুবই ভালো লাগলো। এই গল্পটি বাবা বলতেন। "আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।"



২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৫
279441
ডব্লিওজামান লিখেছেন : বাবারা গল্পের ছলে সব সময় শিক্ষণীয়- আদর্শই শোনান । ভালবাসুন .।.।.।.।.।.।.।।
330768
২০ জুলাই ২০১৫ সকাল ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৫
279444
ডব্লিওজামান লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
330776
২০ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
হতভাগা লিখেছেন : মানুষ যা চায় জানে না তার কনসিক্যুয়েন্স কি হতে পারে আর মানুষ এটাও জানে না যে আল্লাহ তাকে এখন যেটা দিয়েছেন তার কনসিক্যুয়েন্স ভাল হতে পারে যা এখন আপাতত তার কাছে পছন্দ হচ্ছে না ।

সব কিছুর জ্ঞান আল্লাহরই কাছে ।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৬
279445
ডব্লিওজামান লিখেছেন : সব কিছুর জ্ঞান আল্লাহরই কাছে ।
330871
২০ জুলাই ২০১৫ রাত ০৯:৪৮
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্-হাম্-দুলিল্লাহ ! জাজাকাল্লাহু খায়রান।
337808
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
ডব্লিওজামান লিখেছেন : ওয়াআলাইকুমুসসালাম ওয়া রহমতুল্লাহ। আল্-হাম্-দুলিল্লাহ । বারাকাল্লাহু ফিহ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File