কিসের জজকোর্ট, হাইকোর্ট, কিসের সুপ্রিম কোর্ট ! কিচ্ছু মানি না !!!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৫ জুলাই, ২০১৫, ০৬:২৬:১৮ সন্ধ্যা
কিসের জজকোর্ট, কিসের হাইকোর্ট, কিসের সুপ্রিম কোর্ট !!! আজ কোনো কোর্ট মানি না। হয় যদি আদালত অবমাননা হোক। রাজনের মত ( এ রকম অন্যান্য সকল ) হত্যাকারীদের এক কোর্টে, এক দিনে বিচার করতে হবে। রায় কার্যকর করতে হবে ওই দিনই। তাদের জন্য দড়িতে কলা আর মাখন মাখানোর সময় নেই। যদি দেশের সরকার, প্রশাসন বা আদালত দাবি করে এটা গণতান্ত্রিক দেশ, জনগণ সকল ক্ষমতা উৎস, তাহলে এ রকম হত্যাকারীদের বিচার হবে জনতার আদালতে। আর তার জন্য যদি সরকারি কোনো বিচারকের দরকার হয়, তাহলে তাকে পুতুলের মত ওই রায়ে স্বাক্ষর করতে হবে। রাজনের হত্যাকারীদের বিচার হবে গণ-পিটুনীতে। প্রকাশ্য দিবালোকে, হয় পল্টন ময়দানে না হয় সোহরাওয়ার্দী উদ্যানে। যে চাইবে তাকে অন্তত একটা করে পিটুনী দেওয়ার সুযোগ দিতে হবে। সকল টিভি চ্যানেলকে এই দৃশ্য লাইভ প্রচার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিতে হবে। যদি কোন খবিস, শয়তানের প্রেতাত্মা, মোড়ল বা দেশ বলে ইহা মানবাধিকার লঙ্ঘন তাহলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। রাজনের হত্যাকারীদের বিচারের নামে গ্রেফতারের দীর্ঘসুত্রিতা মানি না, বালের সার্জসিট, চ্যাটের এফআইআর মানি না। কিসের দ্রুত বিচার ট্রাইবুনাল? এই হত্যাকাণ্ড মানুষের মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা কেবল এসব খবিসদেরকে গণপিটুনীতে মৃত্যু না দেখা পর্যন্ত সারবে না। এই হত্যাকাণ্ড নিয়ে কোনো রাজনীতি করতে গিয়ে সময় ক্ষেপন মেনে নেওয়া হবে না। এটাও মেনে নেওয়া হবে না ; রাজনের হত্যাকারীদের গ্রেফতারকালিন ক্রসফায়ারে মৃত্যু। মেনে নিবো যদি আইন-শৃঙ্খলা বাহিনী ক্রসফায়ার দেওয়ার সময় ভিডিও করে আর তা প্রকাশ করে। কুকুরে কামড় দিলে কুকুরকে কামড়াতে হয় না। কিন্তু নিজেকে বাঁচাতে কুকুরকে পিটাতে দোষের কি ?
এটা কোনো আবেগী পোস্ট না। তারপরও জানি আমার দাবি কোনো দিনই পূরণ হবে না। তবে আল্লাহর কসম, প্রচলিত আইনী-ব্যবস্থায় যদি ওদের বিচার শুরু হয় আর রাজনের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবী লড়তে আসে, তাহলে প্রয়োজনে সিলেটে গিয়ে সেই খবিসকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো । এরপর যদি হাইকোর্ট-সুপ্রিমকোর্ট হয় তাহলে আমি যদি বেঁচে থাকি কোন শালা এসব শয়তানদের পক্ষে আদালতে দাঁড়ায় দেখে নিবো। পৃথিবী ছাড়া করবো ওই পিশাচদেরকে !!!
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিভাবে ভাই ?
আজ রাজন তো status topic !!
কাল সিওর অন্য কোন topic আসছে !
.
প্রমান দেখতে চান ?
.
চলুন কিছু দেখা যাক -
.
২০১২- সাগর-রুনি হত্যাকান্ড-
বিচার পেয়েছেন ?
.
২০১২- জনসম্মুখে চাপাতির কোপে বিশ্বজিৎ খুন- বিচার পেয়েছেন ?
.
২০১৪- সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি–
মৃতের সংখ্যা ১২০০ এর উপর-
বিচার পেয়েছেন ?
.
২০১৪-নারায়ণগঞ্জের সাত খুন–
বিচার পেয়েছেন ?
.
২০১৪- ফেনিতে উপজিলা চেয়ারম্যান একরাম খুন- বিচার পেয়েছেন ?
.
২০১৫- ময়মনসিংহে জর্দার ব্যাপারীর
যাকাত নিতে গিয়ে ২৭ জন খুন-
বিচার পেয়েছেন?
.
২০১৫ -আজ সেচ্ছাসেবক লিগ নেতার দেহ ছাডা লাশ- ঘরে ঢুকে স্ত্রী-সন্তানের সামনে খুন !! লিখে দিচ্ছি বিচার পাবেন না।
.
রাজনের হত্যাকারীদেরও কিচ্ছু ছিঁড়তে পারবেনা !
আর আমি আপনি ফেসবুকের কভার ফটো
বদলায়ে নিজেদের দায়িত্ব শেষ বলে ঘুমিয়ে
পড়ব। আর ঘুমাবার আগে একখানা স্ট্যাটাস
দিব that'z enough ?
.
এটাকে দেশ নয় মৃতুপুরী বানিয়ে ফেলছি আমরা ! যতক্ষন নিজে বাঁচি তাই লাভ!!
.
আমাদের আসলে মরে যাওয়া উচিৎ। কেন
বেচে আছি আরো অনেক কিছু দেখার জন্য !!!!
বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার উচিত ছিল আদালতকে শ্রদ্ধা করা ।
মন্তব্য করতে লগইন করুন