তার নাম ভালবাসা
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫৬:১৬ সকাল
যে আণবিক বোমার ভয়ে থরথর কম্পমান বিশ্ব
তেমন শতকোটি আণবিক বোমার চাইতেও যা শক্তিশালী
তার নাম ভালবাসা। আমি ভালবাসার সেই
অপরাজেয় শক্তির জয়গান গাই ।
যার কাছে পরাভব মানে সকল অসুর, দানব
পরাভব মানে দাম্ভিক দাঁড়কাক ।
পৃথিবীর অর্বাচীন জালিমের দল
জুলুম করে যা জয় করতে পারে না
অহংকারী কুটিল শাসক ও সম্রাটের যেখানে
মুখ থুবড়ে পড়ে থাকে ব্যর্থতায়
সকল আগ্নেয়াস্ত্র, লোকলস্কর, অর্থ আর সম্পদরাজি
যেখানে ব্যর্থ হয়ে ফিরে আসে বারবার
আমি ভালবাসার সেই অপরাজেয় শক্তির জয়গান গাই ।
……… ………….. …………… ………….. ……
কেবল ভালবাসা দিয়েই জয় করা যায় বিশ্ব
ভালবাসা দিয়ে জয় করা যায় দেশ,জাতি,জনতা
ভালবাসা দিয়েই জয় করা যায় বিশ্বের জলবায়ু
প্রান্তর, জনপদ ।
যে অবোধ শিশু কিছুই চেনে না, সে-ও ভালবাসা চেনে
যে হিংস্র পশু কখনো হার মানে না, সে-ও হার মানে
ভালবাসার কাছে।
……… ………….. …………… ………….. ……
ভুয়া রাজনীতিবিদরা
বুঝুক আর না-ই বুঝুক মানুক আর না-ই মানুক
হাজারটা আণবিক বোমার চাইতেও যা শক্তিশালী
তার নাম প্রেম, তার নাম ভালবাসা।
বিশ্বকে জয় করতে চাইলে আজ আর পারমাণবিক অস্ত্র নয়,
আসেন মজুদ গড়ে তুলি ভালবাসা নামক মরণাস্ত্রের !
বুকের গভীরে চাষ করি ভালবাসার লালগোলাপ
মনের জমিতে ফলাই প্রেম-পুস্প
শতকোটি আণবিক বোমার চাইতেও যার ক্ষমতা অধিক
আসেন সেই ভালবাসার জয়গান গাই
যে ভালবাসার জয়গান গেয়েছেন মানুষের নবী
.............. মানবতার নবী----- - -
বলেছেন, পড়শীকে অভুক্ত রেখে যে পেট পুরে খায়,
সে নয় আমাদের দলের কেউ।
ভুয়া রাজনীতিবিদরা বুঝুক আর না-ই বুঝুক
মানুক আর না-ই মানুক
অনাহার ক্লিষ্ট মানুষের মুখে এ অন্ন যোগানোর নামই
রাজনীতি,এরই নাম ধর্ম আর এরই নাম ভালবাসা
আসেন, পারমাণবিক অস্ত্রের চাইতেও যার ক্ষমতা অধিক
সেই ভালবাসার জয়গান গাই ।।
............... .... ... আসাদ বিন হাফিজ
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ৬ই ও ৯ই অগাস্ট ১৯৪৫ সালে আমেরিকা জাপানকে ফ্যাটম্যান ও লিটল বয় উপ হার দিয়ে বিশ্ব জয় করেছিল ।
সেটা কি ধরনের ভালবাসা ছিল যার কারণে আমেরিকা এখন বিশ্ব জয়ী দল( একমাত্র পরাশক্তি) ?
মন্তব্য করতে লগইন করুন