উন্নত দেশে ক্ষমতা গ্রহণ যেমন সহজ ক্ষমতাচ্যুত হওয়া আরো সহজ !!!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫৮:১১ বিকাল
গণতন্ত্র ও দেশপ্রেম : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া পার্লামেন্টে একটি আস্থা ভোটে ৬১ ভোট পেয়ে উদরে গেছেন দেশটির বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট । গত শুক্রবার তার জনপ্রিয়তার বিষয়ে সন্দেহ প্রকাশ করে তার দলেরই একজন এমপি আস্থা যাচাইয়ের প্রস্তাব করলে এই ভোটাভোটি হয় । এতে ৬১ শতাংশ ভোটে পুনরায় আস্থা অর্জনের পর তিনি বলেন, অস্ট্রেলিয়ার উন্নতির জন্যই সবার সহায়তা দরকার এবং সেটা সবার কাছেই তিনি আশা করছেন ।
তবে বিবিসির সংবাদদাতা বলেন, প্রধানমন্ত্রী টনি অ্যাবটের এই বিজয় ক্ষণস্থায়ী হতে পারে । কারণ তার দলের মধ্যেই বিরোধীতা বাড়ছে । http://www.bbc.com/news/world-australia-31270510
তাদের মতো দেশগুলোতেই কি শুধু গনতন্ত্র কার্যকরী ?! উন্নত দেশগুলোতে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহন করা যেমন সহজ তেমনি ক্ষমতাচ্যুত হওয়া যেন আরো সহজ ।
Abbott survives leadership test
Australian PM Tony Abbott survives a party confidence vote on his leadership, as MPs vote down a motion to remove him by 61 to 39.
BBC.COM
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের রাজনীতিবিদদের কাছে অনুরোধ- জনগণ কি চায় তা বুঝতে শিখুন, নিজেদেরকে বদলান। নয়তো জনগণই আপনাদের বদলে দেবে।
এ কেমন কান্না মাতৃভূমি
এ কেমন আকাশ দেখালে তুমি
এ কেমন আকাশ জন্মভূমি
এ যে শুধু কান্না, শুধু কান্না
শুধু কান্না কান্না কান্না...।
এ কান্না চাইনা, আমি চাইনা
আমি চাইনা চাইনা চাইনা......................
মন্তব্য করতে লগইন করুন