সব ভয় ঝেড়ে ফেলে বিজয় ছিনিয়ে আনতে হবে

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৭ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৭:১২ সকাল

--- রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন।

--- বাংলাদেশের জাতীয় কবি নজরুল তো বেশি পড়তেই পারলো না।

--- ফকির লালন শাহ্‌ তো বুঝলই না স্কুল কি জিনিস ?

আজ মানুষ

তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।

--- আন্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়া নি।

৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন, আর সাইন বোর্ড লাগিয়ে দেন "সবার জন্য উন্মুক্ত"।

--- স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।

সুন্দর চেহারার কথা ভাবছেন ?

--- শেখ সাদীর চেহারা যথেষ্ট কদাকার ছিল !

আবার লতা মুঙ্গেসকারের চেহারা মোটেই খুব সুশ্রী নয় !!

--- তৈমুর লং খোঁড়া ছিলেন !

--- নেপোলিয়ন বেটে ছিলেন !

--- শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো জানাই আছে !!!

--- আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত অস্বাভাবিক বড় ছিল !

স্মৃতি শক্তির কথা ভাবছেন?

--- আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না !!

শিক্ষা :

কোন কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না।

যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়।

তাই, আজকের বাংলাদেশকেও জয় করতে হলে সব ভয়, বাঁধা, জেল -জুলুম, হত্যা, মামলা, নির্যাতন ............ .... ... কে দূরে রেখে সামনে এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে আনতে হবে। আর এটা করতে পারলেই সাফল্য নিশ্চিত ইনশাআল্লাহ ।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299680
০৭ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৮
হতভাগা লিখেছেন :
299710
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File