যত মানুষ রোজা রাখলো
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৭ জুলাই, ২০১৪, ১০:১০:৩২ রাত
যত মানুষ রোজা রাখলো,
হায়,যদি সবাই শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারতো !
যত মানুষ রোজা রাখলো,
হায়, সবাই যদি কোরআন বুঝে পড়তো ও গবেষণা করতো !
যত ব্যবসায়ী রোজা রাখলো,
হায়, তারা যদি ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করতো !
যত মানুষ রোজা রাখলো,
হায়, সবাই যদি নামাজী হয়ে যেতো !
যত রাজনীতিবিদ রোজা রাখলো,
হায়, তারা যদি আল্লাহ কে ভয় করতো !
যত রাজনীতিবিদ রোজা রাখলো,
হায় ! তারা যদি জুলুম, মিথ্যা, গুম, খুন, লুটপাট…… … … ছেড়ে জনগণের সেবক হয়ে যেতো !
যত আমলা ও অফিসার রোজা রাখলো,
হায়, কেউ যদি ঘুষ না খেতো !
যত ধনাঢ্য রোজা রাখলো,
হায়, যদি তাঁরা গরিবের বন্ধু হয়ে যেত !
যত মানুষ রোজা রাখলো,
হায়, সবাই যদি যার যার দায়িত্ব পালন করতো !
যত মানুষ রোজা রাখলো,
হায়, সবাই যদি সত্যিকারের মুসলিম হয়ে যেত !
যত মানুষ রোজা রাখলো,
হায়, সবাই যদি রামাদানের মাহাত্ম্য বুঝতো !
তাহলে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্ব এবং এর প্রভাবে গোটা পৃথিবী একটা জান্নাতে পরিণত হয়ে যেত । রাজনৈতিক বা অর্থনৈতিক কিংবা সামাজিক কোন মডেল সমাধান নয়, বিশ্বে মানবঘটিত সকল সমস্যা সমাধানে "আল্লাহভীতিই" একমাত্র উপায় । রামাদান হোক সেই চেতনা উপলদ্ধির মোক্ষম সময়।
আর সেজন্যই আল্লাহ তা'য়ালা রামাদানের ব্যাপারে বলেছেনঃ সুরা আল বাকারাঃ ১৮৩
"হে ঈমানদারগণ ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা "আল্লাহভীতি" অর্জন করতে পার।"
সুতরাং রামাদানের উদ্দেশ্যই হচ্ছে- আল্লাহভীতি অর্জন করা।
আল্লাহ আমাদের তাওফিক দান করুন এবং আমাদের কবুল করুন । আমীন, আল্লাহুম্মা আমীন ।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা সব কিছুতেই আছে
মন্তব্য করতে লগইন করুন