মানুষের আবেগকে কাজে লাগিয়ে মোবাইল কোম্পানি “রবি”র ব্যবসা
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০৪ জুলাই, ২০১৪, ০৫:৫৮:০১ সকাল
টিভি খুললেই এখন দেখা যায় মোবাইল কোম্পানি “রবি”র করা একটি হৃদয় বিদারক বিজ্ঞাপন ! তাদের স্লোগান “এবার ঈদে হাসি ফোটাবেন কার মুখে” ?বিজ্ঞাপনটি দেখে আমার মা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারছে না,যতবার দেখায় ততবার তার একটাই কথা “খুব ভালো কাজ করেছে রবি,আমরাও রবির সিম ব্যবহার করতে পারি রে !!! তা হলে ঐ গরীবরা কিছু জামা - কাপড় - খাওয়া ... ... পাবে এই ঈদে !”
মাকে বললাম,মা যাকাত দেয়ার একটি নিয়ম আছে,সেই কথা কি ভুলে গেছো ? যদি সঠিক ভাবে যাকাত দেয়া হয় তবে দেশে যে কোন গরীব থাকবে না, তুমি কি সেই কথা চিন্তা করে দেখেছো ?
আসলেই আমরা সবাই হৃদয় কে নাড়িয়ে দেয়া এ সব বিজ্ঞাপন দেখে ইসলামের ৫ টি প্রধান স্তম্ভের একটি কে ভুলে যাচ্ছি ... ... ...
দয়া করে এ সকল রক্তচোষা বিভিন্ন কোম্পানির কথায় সাড়া দিবেন না,এরা আপনার, আমার মানবিক আবেগকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে, সেই টাকা ব্যবহার করে “দিন বদলের গান” “ সেনাবাহিনীকে পঙ্গু করে দেয়া “ মানব পতাকা” আর গিনিস বুকে রেকর্ডের নাম লেখানোর খেলায় ... ... এদের হাসি ফোটানো ব্যবসার পেছনে লুকিয়ে আছে অজস্র কান্না !!!
প্রিয় পাঠক,
সঠিক উপায়ে যাকাত দিন,দেখবেন সামনের ঈদে ঐ সকল বিজ্ঞাপন দেখানোর জন্যে দেশে আর গরীব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ্ ।
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন