দয়া করে আপনারা যদি জানান !
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৮ মে, ২০১৪, ০৪:২০:১৩ রাত
"আমার কি মনে হয় জানেন ? স্নেহের হাত বুলিয়ে এ পচা সমাজের কিছু ভাল করা যাবে না । যদি সে রকম 'সাইকিক-কিওর' - এর শক্তি কারুর থাকে, তিনি হাত বুলিয়ে দেখতে পারেন । ফোঁড়া যখন পেকে পচে ওঠে তখন রোগী সবচেয়ে ভয় করে অস্ত্র-চিকিৎসককে । হাতুড়ে ডাক্তার হয়ত কখনো আশ্বাস দিতে পারে যে, সে হাত বুলিয়ে ঐ গলিত ঘা সারিয়ে দেবে এবং তা শুনে রোগীরও খুশি হয়ে উঠবার কথা । কিন্তু বেচারি 'অবিশ্বাসী' অস্ত্র চিকিৎসক তা বিশ্বাস করে না । সে বেশ করে তার ধারালো ছুরি চালায় সে-ঘায়ে; রোগী চেঁচায়, হাত পা ছোঁড়ে, গালি দেয় । সার্জন তার কর্তব্য করে যায় । কারণ সে জানে, আজ রোগী গালি দিচ্ছে, দু'দিন পরে ঘা সেরে গেলে সে নিজে গিয়ে তার বন্দনা করে আসবে।"
উপরের অংশটুকু কোথা হতে নেয়া হয়েছে ? যারা সঠিক জানাতে পারবেন, তাদের চরণ তলে এ জন্য অবনত করবো আমার মস্তক ... .. .
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন