অদ্ভুত আঁধার এক
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১২ জানুয়ারি, ২০১৪, ০৬:১২:৪২ সন্ধ্যা
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া ।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখানো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় ।
--- জীবনানন্দ দাশ
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Allah amader ai adhar theke rokkha koro.
জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি, কারণ
আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের
লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি নীরব
ছিলাম,কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের
গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি তখনও
চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের
ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর কেউ
বেঁচে ছিল না।
হ্যা, কবিতাটা আজ এই কারনে মনে পড়ল, যখন দেখলাম এতো বছরের পুরানো ইনকিলাব পত্রিকা অফিস বন্ধ আর সিলগালা করে দেওয়া হয়েছে তখন।
এর আগে আমার দেশ, ইসলামিক টিভি ও দিগন্ত টিভি বন্ধ করা হলো, সে সময় কতো সাংবাদিক বেকার হয়েছে তা দেখার প্রয়োজন বোধ করি নাই অনেকে।
বিএনপি জামায়াত আর হেফাজতের পক্ষে লেখা কিংবা বলার কারণে বন্ধ হয়েছে বলে উচ্ছ্বাসও প্রকাশ করেছে সাংবাদিক সগোত্রের কেউ কেউ।
এক, দুই, তিন, চার.......... এরপর???
হয়তো এরপর কোন না কোন অজুহাতে বন্ধ হবে আপনার কিংবা আমার কর্মক্ষেত্র। তখন সত্যি আমার আপনার পক্ষে বলার কেউ থাকবে না।
রাষ্টের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। ৭৫ সালে চারটি মাত্র পত্রিকা ছাড়া সবগুলো বন্ধ হয়েছিল, ফলাফল ১৫-১৬ বছরের সামরিক স্বৈরতন্ত্র। রাষ্ট্রের স্তম্ভ ভাঙ্গলে যা হয়।
সে যাই হোক, দোষীদের শাস্তির ব্যবস্থা করুণ, গণমাধ্যম কেন বন্ধ হবে? দু একজনের কারণে সবাইকে কেন বেকার হতে হবে? আর প্রগতির মুখোশ ধরে কতোদিন এমন অগণতান্ত্রিক আচরনকে সর্মথন দিবো।
সত্যি যেদিন আমাদের সেই বোধ জাগবে, সেদিন হয়তো পক্ষে বলার মতো পাশে কাউকে পাবো না।
মন্তব্য করতে লগইন করুন