আমার জানতে মন চায় !!!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:০৪:৫৬ সন্ধ্যা
পাকিস্তানের সংসদ একজন নিরপরাধ মানুষ কাদের মোল্লার পক্ষ নেয়ায় তথাকথিত চেতনাধারিদের চেতনা ফাইট্টা বাইর হইতেছে। পাকিস্তান নাকি এদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা পাকিস্তানের দূতাবাস ঘেরাও করছে।
কিন্তু আমার জানতে মন চায় তখন তোদের চেতনা কই ছিল যখন---
** বিএসএফ পাখির মত নিরীহ বাংলাদেশীদের হত্যা করে।
** বিএসএফ ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে তিলে তিলে মেরে ফেলে।
** ভারত ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারতে চায়।
** ভারত টিপাইমুখ বাঁধ তৈরী করে এদেশকে মরুভূমি বানাতে চায়।
** বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সুজাতা সিং সহ ভারতের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ ও সাংবাদিক নগ্নভাবে হস্তক্ষেপ করে।
** এদেশে ভারতের টিভি চ্যানেল দেখা গেলেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল প্রচারে অনুমতি না দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালায়।
** ভারত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালায়।
** এদেশে সামরিক আগ্রাসনের হুমকি দেয়।
** এদেশের যুবসমাজ ধ্বংস করতে সীমান্তে ফেন্সিডিল সহ নানা মাদকের কারখানা তৈরী করে।
** সীমাহীন অর্থনৈতিক আগ্রাসন চালায়।
** দক্ষিন তালপট্টি দ্বীপ জবর দখল করে, বাংলাদেশের পানিসীমায় অবৈধ কার্যক্রম চালায়।
** বিনা শুল্কে বাংলাদেশের উপর দিয়ে করিডোর পায়।
** বাংলাদেশী শীর্ষ সন্ত্রাসীদের ভারত আশ্রয় দেয়।
ভারত যখন এরকম অন্যায় আচরণ করে তখন তোরা ভারতের দূতাবাস ঘেরাও করস না কেন?? তখন তোদের কাছে কেন মনে হয় না ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, আমাদের উপর অন্যায় আগ্রাসন চালাচ্ছে??
আর একটি কথা, জনগনের আবেগ নিয়ে মিথ্যা খেলা এবং বিশেষ একটি দলের , বিশেষ একটি দেশের পক্ষে যারা নাটের গুরু তাদেরকের বলছি................
পাকিস্তানি দূতাবাস ঘেরাও করবে যারা তারা কি শুধু পাকিস্তান কেন ঘেরাও করার কথা বলে।
কিন্তু তারা কি জানে না আরো বহু দেশ , ও অন্তর্জাতি সংস্থা আব্দুল কাদের মোল্লা সহ অন্যদের রায়ের বিরোদ্ধে নিন্দা , আদালতের বিচার সুষ্ঠ হচ্ছে না বলেছিল ? ফাসির রায় কার্যকরের বিরোধিতা করেছিল। নিন্দা করেছিল।যে
সকল দেশ ও অন্তর্জাতিক সংস্থার নাম -
# জাতিসংঘ
# ইউরোপীয় ইউনিয়ন
# জার্মান
# যুক্তরাজ্য
# আমেরিকা
# অস্ট্রেলিয়া
# কাতার
# তুরস্ক
# কমনওয়েলথ
# ওআইসি
# হিউমেন রাইটস ওয়াচ
# এশিয়ান হিউমেন রাইটস
# এমনেস্টি ইন্টারনশনাল
# জাতি জাতিসংঘ মানবাধিকার সংস্থা
সেই সাথে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আইনজীবী ফোরাম এবং জাতি জাতিসংঘ মানবাধিকার সংস্থার অনেক বিশেষজ্ঞ বৃন্দ।
প্রমান এবং সূত্র - উল্লেখিত দেশ ও সংস্থার ওয়েব সাইড কাদের মোল্লার পক্ষে শুধু পাকিস্তান না, আমেরিকা, তুরস্ক, কাতার, বান কি মুন, ইউরোপীয় ইউনিয়ন সহ নানা দেশ সোচ্চার হয়েছে, বিবৃতি দিয়েছে।
তাহলে তোরা জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়, আমেরিকা, তুরস্ক ..... ... . ইত্যাদি দেশের দূতাবাস ঘেরাও করিস না কেন??
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন