কোথায় হারিয়ে গেল সোনালী সেই ঈদ !!!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১০ আগস্ট, ২০১৩, ১২:০৭:২১ রাত

ওয়াহিদুজ্জামান :

মা - বাবা, ভাই - বোন, পাড়া - পড়শি , আত্মীয় -স্বজন ,মায়াভরা গ্রাম ও প্রিয় মাতৃভূমি ছেড়ে আরো একটি ঈদ কেটে গেল । এ ঈদের যন্ত্রণা আপনাদেরকে বুঝাতে পারবনা, তাই বৃথা চেষ্টা করে আপনাদেরকে কষ্ট ও দিতে চাইনা ! শুধু বলব, এ এক অসহ যন্ত্রণা ! বিদেশে এ দিনটি যত দ্রুত কেটে যায়, ততই মনটা হালকা হয় ! কিন্তু দেশের ঈদটি মনে হত এ দিনটি যদি শেষ না হত ! ঈদ সহ বিশেষ দিনগুলো বিদেশে আমাদের এ ভাবেই কাটে !

আমাদের জীবনটা বড়ই অদ্ভুদ !

"কষ্ট না পেলে বুঝিনা কাকে সুখ বলে !

কোলাহলে না গেলে বুঝিনা নীরবতার কি শান্তি !

কেউ আমাদের ছেড়ে চলে না গেলে বুঝিনা তার উপস্থিতির কি গুরুত্ব ছিল আমাদের কাছে !"

দেশে আমার ঈদের সামান্য স্মৃতিচারণ করছি :

ঈদের আগে বিভিন্ন উপায়ে পুরান কাপড় নতুন করা ! ঈদের চাঁদ দেখার প্রতিযোগিতা ! ঈদের দিন ভোরে কোলাহলপূর্ণ ঈদ গোসল ! ঈদগাহে যাওয়ার পূর্বে মা -বাবা এবং মুরব্বিদেরকে পা ধরে সালাম করে ক্ষমা চাওয়া ! তারা তখন জড়িয়ে ধরে আদর করে দোয়া করতেন ! ঈদের জামাত শেষে এ গ্রাম সে গ্রাম, এ বাড়ি সে বাড়ি দল বেঁধে ঘুরে সারাদিন নির্মল আনন্দপূর্ণ ঈদ উদযাপন করা ।

আজ দেশে নেই। তাই অনেক....... অনেক.... অনেক ........ অনুভব করি আমার দেশ, আমার গ্রাম ও আমার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ! চাইনা দামি কাপড় ও দেশের বাইরে ঈদ পালনের আভিজাত্য ………….. ………… ……. চাইনা..... চাইনা.......... এবং চাইনা !!!

বি: দ্র: - ব্লগার ওসমান সজীবের কবিতাটি যোগ করছি :

"নতুন ভোরের সূর্য উঠে

ঝগড়া বিবাদ বর্জন

নামজ শেষে কোলাকুলি

ভ্রাতৃত্বের বন্ধন।

ঈদ মানে খুশির জোয়ার

রঙ্গিন সুখের দোলা

বাঁধ ভাঙ্গা উল্লাসে

কাটে সারা বেলা।

সকাল বেলায় মিষ্টি খাবার

সেমাই কিংবা পায়েস

দুপুর বেলায় মোরগ পোলাও

ভুনাখিচুড়ি তে আয়েশ ।

গল্প আর আড্ডায়

দুষ্টুমিতে ভরা

মুচকি হাসি অট্ট হাসির

নামে খুশির ধারা।

বাড়ি বাড়ি ঘুরাঘুরি

নতুন জামা পড়া

পকেট ভরা টাকা নিয়ে

নাগর দোলায় চড়া।"

বিষয়: বিবিধ

১৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File