ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ১৭ জুলাই, ২০১৩, ১১:৫৭:২৯ রাত
মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখনবলে তুই নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছেনা। তুই খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা..
মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার টাকা পাঠানোর পরে বাবা যখন বলে আমাদের আর খরচ কি? তোর টাকা লাগলে বলিস,অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিত পরিবারে আরো পাঁচজন সদস্য আছে।তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই হয়তো ভালোবাসা..
বাসা থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয়না ? তার টল্টল্ চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়তো ভালোবাসা বলে...
ভাবী ফোন করে যখন বলে পনেরো দিন হয়ে গেলো অথচ তুমি আমাদের বাসায় একবারো আস নাই,যাও আজকে থেকে কথা বন্ধ। তখন মনে হয় এইতো ভালোবাসা..
বন্ধুর থেকে ধার করা টাকায় ছোট ভাইকে দেয়া জামা পরে যখন ও নাচানাচি করে, নিষ্পাপ মুখের ওই হাঁসিটুকু দেখলে মনে হয় এই হচ্ছে ভালোবাসা..!!
বোনের বাসায় একটু দেরি করে গেলেই যখন বলে,কেন আসছিস? আমার কোনো ভাই নাই,আবার পরক্ষণেই জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে দেয়। তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা...!!!
শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেয়াকে ভালোবাসা বলেনা !ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে,শুধু নিতে জানতে হয়,বুঝে নিতে হয়...!!!
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার একান্নবর্তী পরিবার এখনও অটুট আছে , অনেকের তো তাও নেই।
মন্তব্য করতে লগইন করুন